তৃণমূলের পর এবার মুর্শিদাবাদের সাগরগিঘি বিধানসভা উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপিরও। এই আসনটি তৃণমূলের হাতেই রয়েছে। এই কেন্দ্র থেকে একুশের নির্বাচনে জয়ী হয়েছিলেন সুব্রত সাহা। তবে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তারই জেরে এই কেন্দ্রে উপনির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধনসভা কেন্দ্র উপনির্বাচন। আগামী ৭ ফেব্রুয়ারি এই কেন্দ্রের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন।
এদিকে, পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ভোটের দিন ঘোষণা না হলেও রাজ্যের সর্বত্র পঞ্চায়েত ভোটের প্রচার তুঙ্গে তুলতে শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব পক্ষ। শাসকদলের বিরুদ্ধে লাগমছাড়া দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে বিরোধীরা। এসএসসি, প্রাইমারি টেটের মাধ্যমে নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা-বালি পাচারে শাসকদলের নেতা-কর্মীদের একাংশের যুক্ত থাকার অভিযোগ তুলে ময়দান কাঁপাচ্ছে বাম-বিজেপি-কংগ্রেস।
এই মুহূর্তে সংখ্যার নিরিখে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একুশের ভোটে গেরুয়া মহলে আশা জাগালেও রাজ্যের ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছে বিজেপি। বরং একুশের নির্বাচনের পর এরাজ্যে যে কয়েকটি উপ-নির্বাচন হয়েছে সব কটিতেই জয় পেয়েছে জোড়াফুল। আসন্ন পঞ্চায়েতে ভালো ফল করার আশায় রয়েছে বিজেপি। তবে সেই লড়াই যে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে তা ভালোমতো বুঝছেন পদ্ম নেতারা।
আরও পড়ুন- শীতের গ্র্যান্ড কামব্যাক! হাড় কাঁপিয়ে বাংলা ছাড়বে ঠান্ডা? জানুন লেটেস্ট আপডেট
একুশের ভোটের পর বেশ কয়েকটি উপনির্বাচনেও সাফল্যের মুখ দেখেনি বিজেপি। দিনহাটায় একুশের বিধানসভা ভোটে জেতার পরেও নিশীথ প্রামাণিক সাংসদ পদে থেকে যাওয়ায় উপনির্বাচন হয়েছিল। গড় রক্ষায় ব্যর্থ হয়েছিলেন নীশিথ। তাঁর দলের প্রার্থী উপনির্বাচনে হেরে যান উদয়ন গুহর কাছে। একইভাবে শান্তিপুরের উপনির্বাচনেও বিজেপির জেতা আসন ছিনিয়ে নেয় তৃণমূল। বাকি দুই কেন্দ্র খড়দহ ও গোসবাতেও জয় পায় জোড়াফুল।
এবার ফের একবার উপনির্বাচন হতে চলেছে এরাজ্যে। এবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এই কেন্দ্রে একুশের ভোটে জয়ী প্রার্থী সুব্রত সাহা রাজ্য মন্ত্রিসভারও সদস্য হয়েছিলেন। তবে ২০২২-এর ২৯ ডিসেম্বর হৃদরে্াগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সেই কারণেই এই কেন্দ্রে এবার উপ নির্বাচন হবে।
সাগরদিগিতে এবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি পদে রয়েছেন তিনি। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই কেন্দ্রে বিজেপির বাজি দিলীপ সাহা। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দিলীপ সাহা। ২০১৬-র বিধানসভা ভোটে নবগ্রাম থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বামেদের কাছে হারতে হয়েছিল তাঁকে।