Advertisment

Bangal Bandh Today Live: বনধ ঘিরে দিকে দিকে অশান্তি, চলল গুলি-ঝরল রক্ত, কতটা প্রভাব জনজীবনে?

BJP Bangal Bandh Today Live: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয় হাওড়া এবং কলকাতায়। নবান্ন অভিযানে পুলিশ সন্ত্রাস চালানোর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকে রাজ্য বিজেপি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
BJP Bangal Bandh Today: বনধে কতটা প্রভাব পড়ল জনজীবনে, দেখুন ছবিতে

BJP Bangal Bandh Today: বিজেপির ডাকা বাংলা বনধ ঘিরে দিকে দিকে অশান্তি, উত্তেজনা রইল

Bangal Bandh Today Live Updates: জেলায় জেলায় অশান্তি, উত্তেজনা হলেও মোটের উপর শান্তই রইল কলকাতা। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে কলকাতা মোটামুটি সচল রইল। বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় অশান্তি হলেও বড় আকার ধারণ করেনি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেলায় জেলায়। ট্রেন অবরোধ, পথ অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ সবই হয়েছে। কোথাও কোথাও বনধ সফল করতে নামে বিজেপি। আবার কোথাও কোথাও পাল্টা পথে নেমে বনধ ব্যর্থ করার চেষ্টা করে তৃণমূল। একাধিক জায়গায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ জনজীবন স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা করেছে। বিজেপির বহু নেতা-কর্মী অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আহত হয়েছেন চালক। 

  • Aug 28, 2024 14:20 IST
    BJP Bangal Bandh Today Live: হিন্দমোটর স্টেশনে খণ্ডযুদ্ধ

    বাংলা বনধকে ঘিরে হিন্দমোটর স্টেশনে বনধ সমর্থক এবং তৃণমূল সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। মাথা ফাটল একজনের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



  • Aug 28, 2024 14:11 IST
    BJP Bangal Bandh Today Live: ফের ৭ দিন ব্যাপী ধরনা কর্মসূচি বিজেপির

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, কলকাতা হাইকোর্ট ধরনা কর্মসূচি পালন করার অনুমতি দিয়েছে। মহামান্য আদালতকে অনেক ধন্যবাদ। ফের ৭ দিন ধরে ধরনা কর্মসূচি পালন করবে বিজেপি।



  • Aug 28, 2024 13:49 IST
    BJP Bangal Bandh Today Live: মহম্মদ আলি পার্কের সামনে উত্তেজনা

    মহম্মদ আলি পার্কের কাছে ৬ নম্বর মুরলীধর সেন লেনে অবস্থিত বিজেপির রাজ্য সদর দফতর। সেই পার্টি অফিসের সামনে উত্তেজনা। বনধ সমর্থনে রাস্তায় নেমেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ এসে তাঁদের আটক করে নিয়ে যায়।



  • Aug 28, 2024 13:25 IST
    BJP Bangal Bandh Today Live: মানকুণ্ডু স্টেশনে পুলিশের লাঠিচার্জ

    বিজেপির ডাকা বাংলা বন্‌ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মানকুণ্ডু স্টেশনে। রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকেরা। বেশ কিছু ক্ষণ স্টেশনে আটকে পড়ে ডাউন এবং আপ লাইনের ট্রেন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটাতে শুরু করে। পুলিশ আসতেই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ



  • Aug 28, 2024 12:48 IST
    BJP Bangal Bandh Today Live: ফাল্গুনী পাত্রকে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ

    নোয়াপাড়ায় বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রকে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ। বনধ সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ফাল্গুনী।

     



  • Aug 28, 2024 12:45 IST
    BJP Bangal Bandh Today Live: অশান্ত নন্দীগ্রামে পুলিশের লাঠিচার্জ

    অশান্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের রেয়াপাড়ায় বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের।



  • Aug 28, 2024 12:37 IST
    BJP Bangal Bandh Today Live: মহিষাদলে স্কুলমুখী ছাত্রীদের শাসানি বিজেপির

    পূর্ব মেদিনীপুরের মহিষাদলে গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের রাস্তায় মিছিল বের করেছিল বিজেপি। সেই সময় কয়েক জন ছাত্রী স্কুলে যাচ্ছিল। অভিযোগ, স্কুলে যাওয়ার পথে তাদের বাধা দেন বিজেপি কর্মীরা। স্কুলের ভিতরে ঢুকে ছাত্রীদের ধমক দেওয়ার অভিযোগও ওঠে।



  • Aug 28, 2024 12:33 IST
    BJP Bangal Bandh Today Live: কোলে মার্কেটে ফের অশান্তি

    শিয়ালদহের কোলে মার্কেটে বনধ সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ তৃণমূল কর্মী-সমর্থকদের। দোকান-বাজার বন্ধ করার চেষ্টা করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানে এসে বাধা দেন তৃণমূল কর্মীরা। হাতাহাতি, সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।



  • Aug 28, 2024 12:27 IST
    BJP Bangal Bandh Today Live: বার্ণপুরে পথ অবরোধ ঘিরে উত্তেজনা

    আসানসোলের বার্ণপুরের ত্রিবেণী মোড়ে বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা। বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়। হিরাপুর থানার পুলিশ পৌছয় এলাকায়। বাপ্পা-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা ও কর্মীকে গ্রেফতার করে হিরাপুর থানার পুলিশ



  • Aug 28, 2024 12:25 IST
    BJP Bangal Bandh Today Live: বাগুইআটিতে বনধ সমর্থনে মিছিল সুকান্তর

    বাগুইআটিতে বনধের সমর্থনে মিছিল বিজেপির। মিছিলের নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছেন দেবশ্রী চৌধুরি, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। পুলিশ মিছিল বন্ধ করতে বললে বচসায় জড়ান সুকান্ত।



  • Aug 28, 2024 11:46 IST
    BJP Bangal Bandh Today Live: রণক্ষেত্র ভাটপাড়া, এলাকায় বিশাল পুলিশবাহিনী

    বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রণক্ষেত্র ভাটপাড়া। অর্জুন সিংয়ের অনুগামী এবং সোমনাথ শ্যামের অনুগামীরা সম্মুখ সমরে। বিশাল পুলিশবাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। উত্তেজনার জের অবরুদ্ধ ঘোষপাড়া রোড।



  • Aug 28, 2024 11:17 IST
    BJP Bangal Bandh Today Live: দেগঙ্গায় পুলিশের সামনেই টিএমসিপি-বিজেপি সংঘর্ষ

    দেগঙ্গায় বনধের সমর্থনে মিছিল বের করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পাল্টা তাঁদের উপর চড়াও হন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাঁরা সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের সামনেই ব্যাপক মারামারি হয়।



  • Aug 28, 2024 11:08 IST
    BJP Bangal Bandh Today Live: গড়িয়াহাটে আটক রূপা গাঙ্গুলি

    গড়িয়াহাটে বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় গড়িয়াহাট থানায়।



  • Aug 28, 2024 11:04 IST
    BJP Bangal Bandh Today Live: রানিগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মাথা ফাটল সাংবাদিকের

    বাংলা বনধকে কেন্দ্র করে আসানসোল রানীগঞ্জে বিজেপি-তৃণমুলের মধ্যে সংঘর্ষ, সংঘর্ষের মধ্যে মাথা ফাটল সাংবাদিকের, আহত অবস্থায় স্থানীয় স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন সাংবাদিক।



  • Aug 28, 2024 10:56 IST
    BJP Bangal Bandh Today Live: কোচবিহারে গ্রেফতার দুই বিজেপি বিধায়ক-সহ ৩০ জন

    বন্‌ধের সকালে কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়। বিভিন্ন জায়গায় পথে নেমে বিক্ষোভ। পুলিশ সূত্রে খবর, সকাল ১০ পর্যন্ত বন্‌ধের দিনে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন বিজেপি বিধায়কও রয়েছেন।



  • Aug 28, 2024 10:52 IST
    BJP Bangal Bandh Today Live: শ্যামবাজারে গ্রেফতার রাহুল সিনহা-লকেট চট্টোপাধ্যায়

    প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহা এবং প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে।

     

    BJP Bangla Bandh Live Updates:  শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে গ্রেফতার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়



  • Aug 28, 2024 10:50 IST
    BJP Bangal Bandh Today Live: বহরমপুরে স্কুলে ঢুকে শাসানি বিজেপি নেতা-কর্মীদের

    বনধের দিন স্কুল খোলা কেন! বহরমপুরে একটি বাচ্চাদের স্কুলে ঢুকে, স্কুলের শিক্ষিকাদের শাসানি শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। ভয় সন্ত্রস্ত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খুদে পড়ুয়ারাও। চিন্তিত হয়ে বাড়িতে থাকা অভিভাবকরা সুরক্ষার জন্য যোগাযোগ করেন পুলিশ ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে।



  • Aug 28, 2024 10:47 IST
    BJP Bangal Bandh Today Live: সজল ঘোষের বাড়ি ঘিরল পুলিশ

    সন্তোষ মিত্র স্কোয়্যারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বাড়ি ঘিরে ফেলল বিশাল পুলিশবাহিনী। পাল্টা সদলের মহিলা অনুগামীরা বাড়ির গেটে আগলে দাঁড়ান। বিজেপি নেতার গ্রেফতারির আশঙ্কায় এলাকায় উত্তেজনা।



  • Aug 28, 2024 10:44 IST
    BJP Bangal Bandh Today Live: বনধের সমর্থনে গড়িয়াহাটে রূপা গাঙ্গুলি

    গড়িয়াহাট মোড়ে বনধের সমর্থনে পথে নামলেন প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। হাতজোড় করে সাধারণ মানুষকে বনধ সফল করতে আহ্বান জানান তিনি। পাল্টা মিছিল করে এসে তৃণমূল কর্মী-সমর্থকরা গো-ব্যাক স্লোগান দেন তাঁকে দেখে।



  • Aug 28, 2024 10:36 IST
    BJP Bangla Bandh Live Updates: সরকারি বাসে হামলা বিজেপির

    বনধের দিন সরকারি বাসে হামলার অভিযোগ। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, মিছিল থেকে ঢিল ছোড়া হয় বাসে। ঘটনায় বাসের কাচ ভেঙে যায়। এরপরই পুলিশের তরফে আটজনকে গ্রেফতার করা হয়।



  • Aug 28, 2024 10:18 IST
    BJP Bangla Bandh Live Updates: রেললাইনে নেমে বনধ সমর্থকদের তাড়ালেন তৃণমূল নেতা

    চরম উত্তেজনা বারুইপুর স্টেশনে, বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করে অবরোধ তুলে দিলেন দিলেন তৃণমূল নেতা, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের সঙ্গে বচসা বনধ সমর্থকদের। রেললাইন থেকে কার্যত বিজেপি কর্মী-সমর্থকদের তাড়িয়ে দিলেন তৃণমূল নেতা।

     

     

    BJP Bangla Bandh Live Updates: রেললাইনে নেমে অবরোধ তুলে দিলেন তৃণমূল নেতা



  • Aug 28, 2024 10:09 IST
    BJP Bangla Bandh Live Updates: ভাটপাড়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি

    ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ অর্জুন সিংয়ের।

     



  • Aug 28, 2024 10:05 IST
    BJP Bangla Bandh Live Updates: স্কুলবাসে উঠে বনধ সমর্থনের আর্জি শংকর ঘোষের

    বনধের সমর্থনে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন শিলিগুড়ি হিলকার রোডে একটি স্কুলবাসে উঠে বিধায়ক স্কুল ছাত্র-ছাত্রীদের কাছে আরজি করের ঘটনার সমর্থন করার দাবি জানালে বাস থেকে স্বেচ্ছায় নেমে পড়েন পড়ুয়ারা।



  • Aug 28, 2024 10:00 IST
    BJP Bangla Bandh Live Updates: টালা ব্রিজে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

    টালা ব্রিজে উঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। যান চলাচল ব্যাহত হতেই চলে আসে পুলিশ। হটিয়ে দেয় বিক্ষোভকারীদের।

     

    BJP Bangla Bandh Live Updates: টালা ব্রিজে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির



  • Aug 28, 2024 09:59 IST
    BJP Bangla Bandh Live Updates: শ্যামবাজারে গ্রেফতার বিজেপি কর্মীরা

    শ্যামবাজার মেট্রো স্টেশন বন্ধ করতে আসেন বিজেপি কর্মী-সমর্থকরা। তৎক্ষণাৎ কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ।



  • Aug 28, 2024 09:58 IST
    BJP Bangla Bandh Live Updates: উত্তপ্ত ভাটপাড়া, বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি

    উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অর্জুন সিংয়ের। বিজেপি নেতার দাবি, এরা হল তৃণমূলের গুন্ডা। বিধায়ক সোমনাথ শ্যামের আশ্রিত দুষ্কৃতীদের কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন সাংসদ।



  • Aug 28, 2024 09:54 IST
    BJP Bangla Bandh Live Updates: উত্তপ্ত বারাসত স্টেশন, সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি

    সকাল থেকেই উত্তেজনা বিজেপির বনধ ঘিরে। বারাসতে গাড়ি ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে, ট্রেন অবরোধও করে রেখেছে বিজেপির কর্মী-সমর্থকরা। বারাসত স্টেশনে মুখোমুখি বিজেপি ও তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি কোনওভাবেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা যাবে না। এদিকে বিজেপি কর্মীরা লোকাল ট্রেনের ইঞ্জিন বেয়ে উঠে পড়েন, যাতে ট্রেন চলতে না পারে। সবমিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।



  • Aug 28, 2024 09:47 IST
    BJP Bangla Bandh Live Updates: হুগলি স্টেশনে উত্তেজনা

    হুগলি স্টেশনে রেললাইনের উপর শুয়ে, ট্রেনের উপর চড়ে রেল অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় বিশাল পুলিশবাহিনী এসে তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

     

    BJP Bangla Bandh Live Updates: হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মীদের



  • Aug 28, 2024 09:20 IST
    BJP Bangla Bandh Live Updates: শিয়ালদহ শাখায় রেল পরিষেবা ব্যাহত

    বিজেপির ডাকা বাংলা বন্‌ধের জেরে সকাল থেকে যাত্রী ভোগান্তি। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ, ব্যারাকপুরে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থনকারীরা।



  • Aug 28, 2024 09:18 IST
    BJP Bangla Bandh Live Updates: তৃণমূলের বিক্ষোভে উঠল রেল অবরোধ

    সকাল থেকেই বনধ সমর্থকদের অবরোধের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা। পাল্টা পথে নামে তৃণমূল। তৃণমূল কর্মী-সমর্থকরা বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করে রেল অবরোধ তোলে। ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

     



  • Aug 28, 2024 09:16 IST
    BJP Bangla Bandh Live Updates: এসপ্ল্যানেড মেট্রোর সামনে অবরোধ বিজেপির

    এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের বাইরে অবরোধ শুরু করেছেন বিজেপির কর্মী ও সমর্থকরা। মেট্রোর গেটের শাটার নামানোর চেষ্টা করতেই পুলিশ এসে বাধা দেয়। অবরোধকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।



  • Aug 28, 2024 09:13 IST
    BJP Bangla Bandh Live Updates: হেমতাবাদে বনধ সমর্থকদের গ্রেফতার পুলিশের

    হেমতাবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনধ সমর্থকদের গ্রেফতার করে।

     

    BJP Bangla Bandh Live Updates: হেমতাবাদে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ



  • Aug 28, 2024 09:07 IST
    BJP Bangla Bandh Live Updates: গুড়াপে পথ অবরোধ বিজেপির

    হুগলির গুড়াপে সাতসকালে পথ অবরোধ করলেন বিজেপির কর্মী-সমর্থকরা।

     

    BJP Bangla Bandh Live Updates: জেলায় জেলায় পথ অবরোধ করে বনধ পালন করছে বিজেপি



  • Aug 28, 2024 09:05 IST
    BJP Bangla Bandh Live Updates: পথ অবরোধ করলেন বিজেপি সাংসদ

    পুরাতন মালদার বুলবুলি মোড়ে পথ অবরোধ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।

     

    BJP Bangla Bandh Live Updates: মালদায় পথ অবরোধ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু



  • Aug 28, 2024 08:55 IST
    BJP Bangla Bandh Live Updates: মালদায় তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ

    বিজেপির ডাকা এই বনধকে বিরোধিতা করে অন্য চিত্র দেখা গেল মালদায়। তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে বিজেপির বনধকে ভন্ডুল করার দাবিতে জাতীয় সড়ক ধরে এটি মিছিল বের করেন। সে সময় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন একে অপরের।

     

     

    BJP Bangla Bandh Live Updates: মালদায় তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, সামাল দিল পুলিশ



  • Aug 28, 2024 08:48 IST
    BJP Bangla Bandh Live Updates: শুনশান পোস্তা বাজার

    অন্যান্য দিনের মতো বুধবার কর্মব্যস্ততা উধাও কলকাতার পোস্তা বাজারে। সকাল থেকেই শুনশান অন্যতম ব্যস্ত এই এলাকা। রাস্তায় লোকজন নেই। বনধের ব্যাপক প্রভাব পড়েছে পোস্তায়।

     

     

    BJP Bangla Bandh Live Updates: বনধের প্রভাব পড়েছে কলকাতার ব্যস্ততম এলাকা পোস্তা বাজারে



  • Aug 28, 2024 08:42 IST
    BJP Bangla Bandh Live Updates: ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহের দক্ষিণ শাখায়

    ভোর থেকে ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহের দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে পরিষেবা ব্যাহত করেন বনধ সমর্থকেরা। রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে ডাউন লাইনে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ।



  • Aug 28, 2024 08:40 IST
    BJP Bangla Bandh Live Updates: ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন আটকালো

    হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন আটকালেন বিজেপির কর্মী-সমর্থকরা। রেললাইনে শুয়ে পড়ে রেল অবরোধ করেন তাঁরা।



  • Aug 28, 2024 08:38 IST
    BJP Bangla Bandh Live Updates: সকাল থেকেই রেল অবরোধ বিজেপির

    ভোর ৬টা থেকেই জেলায় জেলায় রেল অবরোধ বিজেপির। সকাল ছ’টা নাগাদ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা আসেন বনগাঁ স্টেশনে। তারপর তারা রেল স্টেশনে অবরোধ করে দেন।

     



Bangla Bandh West Bengal News bjp Nabanna Abhijan tmc Rail Roko
Advertisment