Advertisment

BJP Bike Rally: সুকান্তর বাইক ব়্যালি ঘিরে ধুন্ধুমার, পুলিশের বাধা, উত্তাল হুগলি

Rally of Sukanta Majumder: রাজ্য যুবমোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ, টলিউডের শিল্পী তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও মিছিলে উপস্থিত ছিলেন। ডানকুনির হাউজিং মোড়ে বসে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির নেতা-কর্মীরা এগোনোর চেষ্টা চালান।

author-image
IE Bangla Web Desk
New Update
SUKANTA MAJUMDER

অবরোধ তুলতে এলে ফের পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

বামেদের ব্রিগেড সমাবেশের দিনই যুব সংকল্প যাত্রা (Yuva Sankalp Yatra) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করে জনসাধারণের নজর টানল বিজেপি। পুলিশের বিরুদ্ধে আগেই দলীয় সমাবেশ এবং কর্মসূচিতে অনুমতি না-দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব। দীর্ঘ অপেক্ষার পর অনুমতি না-পেয়ে হতাশ রাজ্য বিজেপির যুব নেতৃত্ব আর বাইক মিছিলের দিন বদলাননি। রবিবার, পুলিশের অনুমতি ছাড়াই মিছিল শুরু হয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এছাড়া ছিলেন রাজ্য বিজেপি যুবমোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। টলিউডের অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়রা (Hiran Chatterjee)।

Advertisment

আরও পড়ুন- Minakshi Mukherjee: ব্রিগেডের মঞ্চে কবিতার লাইন ভুললেন মীনাক্ষী, ড্যামেজ কন্ট্রোলে পোড়খাওয়া সেলিম

হুগলির ডানকুনি থেকে হাওড়ার ডোমজুড় পর্যন্ত ১২ কিলোমিটার মিছিল বা সংকল্প যাত্রা হওয়ার কথা ছিল। আয়োজক ছিল হুগলিরই শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা। পুলিশ গোড়া থেকেই বিনা অনুমতির এই মিছিল আটকানোর চেষ্টা চালায়। কিন্তু, পুলিশের নিষেধ না-মেনেই শুরু হয় বিজেপির বাইক মিছিল। এরপর সিএন মুখার্জি রোডে মিছিল আটকে দেয় পুলিশ। কিন্তু, পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা মিছিল এগিয়ে নিয়ে যান। এরপর ডানকুনির হাউজিং মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙতে না-পেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেন বিজেপির নেতা-কর্মীরা। তাতে পেরে না-ওঠায় রাস্তাতেই বসে তাঁরা পথ অবরোধ শুরু করেন।

আরও পড়ুন- DYFI Brigade Mohammed Salim: ভাইপো নয়, ভেঁপো, তার চেয়ে ডেঁপো বলা ভালো: সেলিম

পুলিশ অবরোধ তুলতে এলে ফের শুরু হয় আরেক দফা ধস্তাধস্তি। পথ অবরোধের নেতৃত্বে ছিলেন খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এভাবে জাতীয় সড়ক অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, 'পুলিশ আমাদের কয়েকজনকে আটক করে ভ্যানে তুলে নিয়েছে। আমার দু'জন কর্মীর মাথায় লাঠির বাড়ি মেরেছে। এরই প্রতিবাদে আমরা জাতীয় সড়ক অবরোধ করেছি। এঁরা পুলিশ না, তৃণমূলের গুন্ডা।' শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে, উভয়পক্ষের মধ্যে আলোচনার পর রাজ্য বিজেপি সভাপতি অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, 'পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, যিনি লাঠিপেটা করেছেন, তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। এই আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিচ্ছি। কিন্তু, পুলিশ যদি প্রতিশ্রুতি পূরণ না-করে, তবে আমরা কিন্তু থানা ঘেরাও করব।'

tmc bjp police Sukanta Majumder
Advertisment