BJP Candidate Abhijit Gangopadhyay openly wishing for death CM Mamata Banerjee: ভোট এগোতেই রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্যে সরগর বঙ্গ রাজনীতি। একা দিলীপ ঘোষে রক্ষা নেই। এবার দোসর সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি তমলুকের প্রার্থী করেছে অভিজিৎবাবুকে। প্রচারে ব্যস্ত তিনি। এসবের মধ্যেই 'বেফাঁস' মন্তব্য করে বসলেন প্রাক্তন বিচারপতি। যা নিয়ে সরব তৃণমূল। অভিজিতের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছে জোড়-ফুল শিবির।
কী বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
এককালে চাকরিপ্রার্থীদের জন্য 'ভগবান' হয়ে ওঠা অভিজিৎ এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'তালপাতার সিপাহি' বলে কটাক্ষ করেছিলেন। তবে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাঁর 'মৃত্যু' নিয়ে মন্তব্য করলেন অভিজিৎ।
বৃহস্পতিবার একটি দীর্ঘ সোশাল মিডিয়া পোস্ট করে তৃণমূল। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করা হয়েছে। তাতেই তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।'
আরও পড়ুন- Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই! এবার কাকে ‘মেসোমশাই’ বলে বিঁধলেন জানেন? জানলে তাজ্জব হবেন!
এহেন মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের। সমালোচনায় সরব হয়েছে তাঁরা।
তৃণমূলের বক্তব্য
সোশাল মিডিয়ায় তৃণমূলের দাবি, 'কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির লোকসভা প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘৃণ্য মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করে। এটা আমাদের গণতন্ত্রের উপর একটি দাগ।' এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন, এক মুহুর্তের জন্য ভেবে দেখুন… এই অধঃপতনে যাওয়া ব্যক্তিদেরই আপনি আপনার 'পরিবার'-এ যোগ করছেন? জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এই ব্যক্তি!'