Birbhum-Devtanu Bhattacharya: 'BJP প্রার্থীকে ভোট নয়', খোদ দলেরই দাপুটে নেতার নামে পোস্টারে ছেয়ে গেল শহর!

Devtanu Bhattacharya: আইনি জটিলতায় দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ায় বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়ে পড়েছেন দেবতনু ভট্টাচার্য।

Devtanu Bhattacharya: আইনি জটিলতায় দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ায় বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়ে পড়েছেন দেবতনু ভট্টাচার্য।

IE Bangla Web Desk & Chinmoy Bhattacharjee
New Update
Bjp Candidate, Debtanu Bhattacharya

Bjp Candidate-Debtanu Bhattacharya: সদলবলে প্রচারে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। (ছবি- নিজস্ব)

BJP candidate Birbhum Devtanu Bhattacharya: ভোটের আগে ফের অস্বস্তিতে বিজেপি। প্রার্থী বদলের পর এবার পোস্টারকে ঘিরে বিতর্ক ছড়াল দলের অন্দরে। যদিও তাঁর নামে ছাপানো ওই পোস্টারের বিরুদ্ধে থানায় যাওয়ার হুমকি দিয়েছেন কলোসোনা মণ্ডল। তাঁর দাবি, কিছু ছদ্মবেশী বিজেপি এবং তৃণমূল এসব করেছে।

Advertisment

প্রসঙ্গত, রামকৃষ্ণ রায় জেলা সভাপতি থেকে সরে যাওয়ার পরেই কিছুটা কোণঠাসা হয়ে পড়েন সিউড়ির বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। তবে দেবাশিস ধর প্রার্থী হওয়ার পর তিনি সক্রিয় হয়ে ওঠেন। প্রচারেও দেখা যায় তাঁকে। কিন্তু আইনি জটিলতায় দেবাশিসবাবুর প্রার্থীপদ বাতিল হওয়ায় বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়ে পড়েন দেবতনু ভট্টাচার্য।
এরপরেই অসুস্থ হয়ে পরেন দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। ফলে বিজেপির প্রচারেও খামতি দেখা যায়।

অভিযোগ, আমোদপুরে প্রধানমন্ত্রীর সভায় দেবাশিস ধরকে মঞ্চে উঠতে না দেওয়ায় মনোমালিন্যের সৃষ্টি হয়। এমনকী, দলীয় প্রার্থীর হয়ে প্রচারেও দেখা যাচ্ছে না দেবাশিসবাবুকে। অভিযোগ, দলের তরফে ডাক না পাওয়ায় সিউড়িতে গৃহবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন অফিসার আইপিএস দেবাশিস ধর। এই টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানানো কালোসোনা মণ্ডলের নামে ছাপানো পোস্টার লক্ষ্য করা যায়। দলীয় প্যাডে ছাপানো অক্ষরে লেখা ওই পোস্টারে কারও স্বাক্ষর না-থাকলেও নাম রয়েছে কালোসোনা মণ্ডলের। ওই ছাপানো প্যাডই জেরক্স করে জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘জুতিয়ে লম্বা করব-প্যান্ট খুলে নেব’, বিতর্কের আগুন জ্বালিয়ে কাকে নিশানা দিলীপের?

Advertisment

এই প্রসঙ্গে কালোসোনা মণ্ডল বলেন, 'দলের বিরুদ্ধে কিছু বলার থাকলে সরাসরি বলব। চোরের মতো পোস্টার মারব না। আসলে বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল। তাই কিছু ছদ্মবেশী বিজেপি এবং তৃণমূলের প্রচার বিভাগ এসব করছে। যাতে আমাদের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য জয়ী হতে না পারেন। তবে মনে রাখবেন, বিজেপি বীরভূম লোকসভা নির্বাচনে জিতে গিয়েছে। মানুষ আর চোর তৃণমূলকে চায় না। তাই এখন, কখনও পোস্টার দিয়ে, কখনও ভুয়ো ভিডিও ছড়িয়ে বিজেপিকে খাটো করার চেষ্টা করছে। আমি এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। পুলিশ সিসিটিভি দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।'

Birbhum narendra modi bjp loksabha election 2024 debasish dhar bjp candidate birbhum