Advertisment

Dilip Ghosh: পয়লা বৈশাখে মহাচমক দিলীপের! ত্রিশূল হাতে হইচই বাঁধালেন BJP প্রার্থী

Lok Sabha Polls 2024-Dilip Ghosh: বাংলার নতুন বছরের প্রথম দিনে হাতে ত্রিশূল তুললেন দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার বিজেপির বাজি দলের প্রাক্তন ডাকাবুকো এই রাজ্য সভাপতি। প্রার্থী হওয়ার পর থেকে গোটা নির্বাচনী ক্ষেত্র চষে ফেলছেন দিলীপ ঘোষ। প্রতিপক্ষ দল বিশেষ করে তৃণমূলকে নিয়ে তাঁর একের পর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। পয়লা বৈশাখের সকালেও দিলীপ ঘোষের প্রচার কৌশল নিয়ে আপত্তি তুলেছে জোড়াফুল। তারা ফের একবার নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
BJP candidate Dilip Ghosh campaigning with trident

Dilip Ghosh: পয়লা বৈশাখের সকালে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ।

Dilip Ghosh: ভোট যুদ্ধে নেমে অশুভের বিনাশের বার্তা দিতে ঐশ্বরিক ভাবনায় মোড়া সেই ত্রিশূল হাতে তুলে নিলেন BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা নববর্ষের (Bengali New Year) দিন সকালে ত্রিশূল হাতে নিয়ে হেঁটেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌছে যান বর্ধমানেশ্বর শিব মন্দিরে (Shiv Mandir)। সেখানে ভক্ত-অনুগামীদের সঙ্গে নিয়ে ত্রিশূল হাতে তিনি 'পোজ'ও দেন। তবে ভোটের বাজারে দিলীপ ঘোষ ত্রিশূলধারী হয়ে আসলে কী বার্তা দিতে চাইলেন সে নিয়েই এখন চর্চা তুঙ্গে ।

Advertisment

দিলীপ ঘোষ অবশ্য তাঁর ত্রিশূলধারী হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, "যখনই অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে তখনই বাবা ত্রিশূল হাতে নিয়েছেন। তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত গড়ার ভাবনা নিয়ে স্বচ্ছ রাজনীতি করতে চাই। এই ত্রিশূল তারই প্রতীক।" ভোট রাজনীতির উত্তাপের মাঝে আত্মরক্ষার জন্যই কি ত্রিশূল হাতে নেওয়া ? উত্তরে দিলীপ বলেন,“আত্মরক্ষা নয়, দেশরক্ষা। সব রক্ষাই হয়ে যাবে।"

আরও পড়ুন- BJP Lok Sabha Elections Manifesto: নিখরচায় রেশন, জিরো বিদ্যুৎ বিল! ইস্তেহারে প্রতিশ্রুতির ‘ফুলঝুড়ি’ BJP-র!

পয়লা বৈশাখের (Poila Baisakh) দিন দিলীপ ঘোষ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও যান। সাধারণ মানুষ সঙ্গে কথা বলেন। বর্ধমান শহরের এক বিজেপি সমর্থকের দোকান তিন বছর ধরে তালা বন্ধ রয়েছে। এটা জানতে পেরে এদিন দিলীপ ঘোষ তৃণমূলেকেই এর জন্য দায়ী করে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, '২০২১ সালে ভোটের পর থেকে বিজেপি সমর্থকের দোকানে তালা মেরে দিয়েছে তৃণমূল। এখনও দোকান খোলেনি। তৃণমূলের অফিসগুলোয় যখন তালা পড়বে তখন এগুলো খুলবে। এবার সেটা হবে।'

এদিকে, দিলীপ ঘোষের বিরুদ্ধে ফের একবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তৃণমূলের। তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ভোটের সময় দিলীপ ঘোষ কখনও লাঠি, কখনও ত্রিশূল হাতে নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।"

dilip ghosh bjp loksabha election 2024
Advertisment