Debashish Dhar's Response On CM Mamata Banerjees Shitalkuchi firing Attack: কোচবিহারের প্রচারসভার শুরুতেই মুখ্যমন্ত্রী একুশের ভোটে ঘটে যাওয়া শীতলকুচি গুলি কাণ্ডের স্মৃতি উসকে দেন। নিশানা করেন তৎকালীন এসডিপিও দেবাশিস ধর'কে। এই পুলিশ কর্তার বিরুদ্ধে তাঁর সরকারের শাস্তিমূলক পদক্ষেপের কথা যেমন জানান, তেমনই দেবাশিসকে বাঁচাতে মোদী সরকারের ভূমিকার কথাও বলেন। আইপিএস দেবাশিস ধর ভোটের আগেই চাকরি ছেড়েছেন। এরপর বিজেপি তাঁকে প্রার্থী করেছে বীরভূমে। যা নিয়ে বিজেপির সমালোচনা করে দেবাশিসকে চাঁচাছোলা নিশানা করেন মুখ্যমন্ত্রী। ছাড়বার পাত্র নন প্রাক্তন এই আইপিএস-ও। ইঁটের বদলে পাটকেল ছুঁড়েছেন তিনি।
কী বলেছেন মমতা?
কোচবিহারের মাথাভাঙার সভামঞ্চে দাঁড়িয়ে এ দিন মমতা বলেন, 'ভুলে গিয়েছেন ৫ জনকে গুলি করে মেরেছিল। ৪ জন সংখ্যালঘু ছিলেন আর একজন রাজবংশী। ভোটের মধ্যেই আমি ছুটে এসেছিলাম। আর সে সব যাঁর নির্দেশে হয়েছিল, তাঁকে রাজ্য এখনও ছাড়পত্র দেয়নি। তবে ভারত সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। শীতলকুচিতে গুলি চালিয়েও হাতের রক্ত মোছেনি। এখন বীরভূমে প্রার্থী হয়েছেন।ওরা (বিজেপি) কোনও আইন মানে না, সংবিধান মানে না। দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।'
পাল্টা কী বললেন দেবাশিস?
বৃহস্পতিবার সকালে দুবরাজপুরের পাহাড়েস্বর শিব মন্দিরে পুজো দেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। সেখানেই 'চায়ে পে চর্চা'য় মিলিত হন স্থানীয়দের সঙ্গে। তারপর সোজা চলে যান খয়রাশোলে। সেখানে দলীয় নেতা কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক সারেন। দুপুরে চুড়র ইসকন মন্দির এবং পাঁচড়া গীতা ভবন দর্শন করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হব পদ্ম প্রার্থী। ওঠে শীতলকুচি প্রসঙ্গ ও তা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। জবাবে দেবাশিস ধর বলেন, 'শীতলকুচিতে কি হয়েছে সেটা অনেকেই জানেন। তাছাড়া ঘটনাস্থলে আমি ছিলাম না। গুলি চালানোর নির্দেশও আমার ছিল না। সিআইডি তদন্ত চালিয়েছে। আমার বিন্দুমাত্র দোষ থাকলে আমি আজ দুবরাজপুরে বসে থাকতে পারতাম না। এখনও অনেক রহস্য উন্মোচন হয়নি। হাইকোর্ট শুনানি চলছে। সিবিআই তদন্ত হলে সমস্ত ঘটনা উন্মোচিত হবে। মনে রাখবেন এই ঘটনার সঙ্গে রাজ্যের সর্বোচ্চ মাথার বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।'
বড় মাথা বলতে কে? তা খোলসা করেননি বিজেপি প্রার্থী, তবে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন।
আরও পড়ুন- PM Modi: আর প্রার্থীদের নয়, ভোটের মুখে মরিয়া মোদী এবার কাকে ফোন করে সাহস দিলেন?