Advertisment

BJP Candidates List For Bengal 2024: শতাব্দীর বিরুদ্ধে বিজেপির বাজি কে? ঝাড়গ্রামে ডাক্তারেই ভরসা পদ্ম শিবিরের

BJP: এই নিয়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Central Team Faces Protest at Amtala in South 24 Parganas

BJP Central Team Faces Protest: বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ।

BJP Candidate List for Birbhum and Jhargram Lok Sabha Constituency: রাজ্যের আরও দু’টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। তবে ডায়মন্ড হারবার ও আসানসোল নিয়ে জল্পনা থেকেই গেল। শনিবার ঝাড়গ্রাম ও বীরভূমের প্রার্থীদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। বীরভূমে বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।

Advertisment

বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। বীরভূম থেকে গত তিনবার জিতে চতুর্থবার ভোট ময়দানে শতাব্দী। অন্যদিকে, কিছু দিন আগেই কর্মজীবন থেকে অবসর নেন সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস। জল্পনা ছিলই যে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়তে পারেন দেবাশিস। যদিও ইস্তফাপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছিলেন দেবাশিস। জানিয়েছিলেন, নিজের কিছু সামাজিক এবং ব্যক্তিগত লক্ষ্য পূরণেই তাঁর ইস্তফার পদক্ষেপ।

আরও পড়ুন- Abhishek Banerjee: ৪২ আসনে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল! বিনিময়ে বিজেপির কাছে কি চাই? খোলসা অভিষেকের

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময়ে ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চলেছিল, দেবাশিস তখন ওই জেলার পুলিশ সুপার ছিলেন। তাঁর মন্তব্য ঘিরে সেসময় বিতর্ক হয়। তারপর থেকেই তিনি ‘কম্পালসারি ওয়েটিং’য়ে ছিলেন। দেবাশিসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় তদন্ত শুরু করে সিআইডি।

অন্য দিকে, পেশায় চিকিৎসক প্রণত টুডু কিছু দিন আগেই ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। শোনা গিয়েছিল যে, তিনি লোকসভা ভোটে লড়তে চলেছেন। সেই গুঞ্জনই জল্পনাই শনিবার সত্যি হল।

এই নিয়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।

bjp Birbhum jhargram 2024 General Election loksabha election 2024
Advertisment