Advertisment

Barrackpur-Arjun Singh: বারাকপুরে অর্জুনেই অগাধ আস্থা মোদী-শাহদের! টিকিট পেয়েই তীব্র হুঙ্কার বাহুবলী রাজনীতিবিদের

Lok Sabha Election 2024: ২০১৯-এর লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। যদিও পরবর্তী সময়ে শাসকদল তৃণমূলে ফেরেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবনে বলেই আশাবাদী ছিলেন। যদিও জোড়াফুল তাঁকে টিকিট দেয়নি। ক্ষোভে-অভিমানে ফের তিনি ফেরেন বিজেপিতে। শেষমেশ বারাকপুর থেকে এবারেও বিজেপি তাঁকে লোকসভা ভোটে দাঁড়ানোর টিকিট দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp candidate list release arjun singh will contest from barrackpur

Lok Sabha Election 2024: ফুল বদলেই ফের প্রার্থী অর্জুন সিং।

Barrackpur-Arjun Singh: গুঞ্জন একটা চলছিলই। শেষমেশ সেই গুঞ্জনই সত্যি হল। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বারাকপুর (Barrackpur) থেকে এবারেও BJP-র টিকিটে ভোটে লড়ছেন অর্জুন সিং (Arjun Singh)। তৃণমূল তাঁকে টিকিট না দেওয়ায় তীব্র অভিমান হয় বাহুবলী রাজনীতিবিদের। তৃণমূলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করে ফের তিনি ফেরেন গেরুয়া দলেই। বারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ তিনিই। এবারও ভোটে তাঁকে BJP টিকিট দেবে বলে প্রত্যাশী ছিলেন অর্জুন। এবার টিকিট পেয়ে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে তীব্র হুঙ্কার অর্জুনের।

Advertisment

প্রার্থী হওয়ার পর কী বললেন অর্জুন সিং?

"সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের ধন্যবাদ জানাচ্ছি। মানুষ চেয়েছিলেন এবারেও বারাকপুর থেকে আমিই লড়ি। ওঁদের আশীর্বাদ নিয়েই লড়ব। ২০১৯-এর চেয়েও বেশি ভোটে এবার জয়ী হব। ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতব।"

উল্লেখ্য, এর আগে গত ১০ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভা (Jana Garjana Sabha) থেকে আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় তৃণমূল। বারাকপুর কেন্দ্র থেকে দল তাঁকে টিকিট দেবে ধরে নিয়েই এগোচ্ছিলেন অর্জুন। তবে তৃণমূলে এবার তাঁর শিকে ছেঁড়েনি। বারাকপুর থেকে রাজ্যের শাসকদল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmick)। ব্রিগেডের ময়দানেই প্রার্থীপদ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অর্জুনকে।

আরও পড়ুন- BJP Candidate List: প্রতীক্ষার অবসান! বাংলায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কার ভাগ্যে শিকে ছিঁড়ল?

তারপর থেকেই তিনি যোগাযোগ শুরু করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারদের সঙ্গে। শেষমেশ দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন অর্জুন সিং। BJP-তে যোগ দেওয়ার পর থেকেই তাঁর প্রার্থী হওয়া নিয়ে তুমুল জল্পনা ছড়াচ্ছিল। অর্জুন নিজে অবশ্য প্রার্থী হবেন বলে ধরে নিয়েই ঘুটি সাজাচ্ছিলেন। যদিও শেষমেশ কী হয়, তা নিয়েও চলছিল বিস্তর গুঞ্জন। যদিও শেষমেশ অর্জুনের আশাই পূরণ হয়েছে। বারাকপুর থেকেই এবারেও BJP তাঁকে টিকিট দিয়েছে।

Arjun Singh bjp loksabha election 2024
Advertisment