৪ জুলাই থেকে কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের ধুবুলিয়া ২ গ্রাম পঞ্চায়েতের ১০১ নম্বর বুথের বিজেপি কার্যকর্তা অষ্ট মন্ডল নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্য ওই গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। রাত্রে বেলায় পরিবারের লোকজনকে হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। নিখোঁজ হওয়ার পর পুলিশকে বারবার জানানো স্বত্বেও কোনরকম সাহায্য পাওয়া যায়নি। এফআইআর করার পরেও পুলিশ কোনরকম উদ্যোগ নেয়নি। তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে। আজ পাট ক্ষেতে দেহ দেখতে পাওয়া যায়।
গত ৪ঠা জুলাই থেকে নিখোঁজ ছিলেন দু'নম্বর ব্লকের ধুবুলিয়া ২ গ্রাম পঞ্চায়েতের ১০১ নম্বর বুথের বিজেপি প্রার্থীর দেওর। সোমবার, পুনর্নির্বাচনের দিন সকালে উদ্ধার হল তাঁর দেহ। মৃতের নাম অষ্ট মণ্ডল। পণ্ডিতপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে মেলে বছর সাঁইত্রিশের যুবক। খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অষ্টকে অপহরণের পর খুন করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।
আরও পড়ুন- ‘মাস্টারস্ট্রোক’ তৃণমূলের, রাজ্যসভায় নতুন মুখ হিসেবে কাদের আনল তৃণমূল?
স্থানীয় সূত্রে খবর, পণ্ডিতপুর গ্রামের ১০১ নম্বর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সঙ্গীতা মণ্ডল। ভোটের আগে তাঁর হয়ে জোরদার প্রচার করছিলেন স্বামী সমর মণ্ডল এবং দেওর অষ্ট। বিজেপি প্রার্থীর অভিযোগ, গত বুধবার ভোটপ্রচারে বেরিয়েছিলেন অষ্ট। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বহু খোঁজখবরের পরও তাঁর হদিস মেলেনি। থানায় নিখোঁজ ডায়েরি হয়েছিল। তার পর সোমবার সকালে অষ্টের দেহ উদ্ধার হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেছেন, 'অষ্ট মণ্ডল আমাদের প্রার্থীর আত্মীয় শুধু নয়, সে আমাদের এক জন কর্মীও। তৃণমূলের দুষ্কৃতীরাই ওকে অপহরণ ক খুন করেছে।'
আরও পড়ুন- আধাসেনা-পুলিশের কড়া নজরদারি, পূর্বস্থলী-ভাতারে দারুণ উৎসাহে পুনর্নির্বাচন