Advertisment

West Bengal Formation Day: ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন রাজ্য BJP-র, রাজভবনেও বিশেষ কর্মসূচি রাজ্যপালের

West Bengal Formation Day-BJP: ২০ জুন ১৯৪৭ সালে অখন্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই থেকে এই দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' বা 'পশ্চিমবঙ্গ গঠন দিবস' হিসেবে পালন করে থাকে নানা সংগঠন। যদিও বর্তমান রাজ্য সরকার এই দিনটির বদলে ১ বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP celebrates West Bengal Formation Day, পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির

West Bengal Formation Day: রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজ্য বিজেপির।

West Bengal Formation Day: কলকাতায় 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করল রাজ্য বিজেপি। রেড রোজে এদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। রাজভবনেও পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisment

উল্লেখ্য, ২০ জুন ১৯৪৭ সালে অখন্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই থেকে এই দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' বা পশ্চিমবঙ্গ গঠন দিবস হিসেবে পালন করে থাকে নানা সংগঠন। যদিও বর্তমান রাজ্য সরকার এই দিনটির বদলে ১ বৈশাখ দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণা করে।

তা নিয়ে বিস্তর জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে। তার আগে অবশ্য পশ্চিমবঙ্গ দিবস নিয়ে একটি বৈঠক ডাকে রাজ্য সরকার। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল, ঐতিহাসিক, বুদ্ধিজীবী, সাংবাদিক-সহ সমাজের বিশিষ্টদের মতামত নেওয়া হয়।

সবশেষে ১ বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস হিসেবে বেছে নেয় রাজ্য সরকার। সেই সঙ্গে 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে রাজ্য সংগীত হিসেবে স্বীকৃতি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। তবে ২০ জুন তারিখটিকে 'বাংলা দিবস' বা 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে মানতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Eastern Railway: উত্তরবঙ্গ যাচ্ছেন? আগে পড়ুন এই খবর! হাওড়া-NJP রুটের গুরুত্বপূর্ণ ট্রেনের সময় বদল

আরও পড়ুন- Digha: দুরন্ত গতিতে চলছে রথ তৈরির কাজ, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে?

রাজ্য বিজেপি নিজেদের মতো করে ২০ জুন তারিখটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো আজ কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে বিজেপি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং কর্নাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আব্দুল আজিজও নিজের এক্স হ্যান্ডলে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বঙ্গ বিজেপির তরফে আজকের দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' বা 'বাংলা দিবস' হিসেবে মান্যতা দিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে এক্স হ্যান্ডলে।

আরও পড়ুন- Ilish: নয়া উপায়ে ইলিশ চাষে যুগান্তকারী সফলতা! ভাঁড়ার উপচে আয়, এবার বছরভর খান ইলিশ

West Bengal Formation Day Paschimbanga Diwas Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment