Advertisment

BJP: দলের 'আক্রান্ত', 'ঘরছাড়া'দের খোঁজ নিতে গিয়ে ফ্যাসাদে! BJP-র কেন্দ্রীয় দলকে ঘিরেই তুমুল বিক্ষোভ

Post Poll Violence in Bengal: লোকসভা ভোট পর্ব মিটতেই ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসা-অশান্তির খবর আসছে। বিজেপির অভিযোগ দিকে দিকে তাদের দলের কর্মী-সমর্থকদের উপর হামলা, আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। যদিও তৃণমূল এই অভিযোগ নস্যাৎ করেছে। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবার কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বেশ কিছু 'ঘরছাড়া' বিজেপি কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Central Team Faces Protest at Amtala in South 24 Parganas

BJP Central Team Faces Protest: বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ।

BJP Central Team Faces Protest: এবার দলের আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে গিয়ে বেজায় বিপাকে বিজেপির কেন্দ্রীয় দল। নির্বাচনের পরবর্তী সময়ে সন্ত্রাসের জেরে 'ঘরছাড়া' এবং 'আক্রান্ত' কর্মীরা এদিন দলের কেন্দ্রীয় টিমকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন। চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধেও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় মঙ্গলবার এই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় দলের নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ দলের অন্য সদস্যদের।

Advertisment

লোকসভা ভোট পর্ব মিটতেই ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসা-অশান্তির খবর আসছে। বিজেপির অভিযোগ দিকে দিকে তাদের দলের কর্মী-সমর্থকদের উপর হামলা, আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবার কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বেশ কিছু 'ঘরছাড়া' বিজেপি কর্মীরা।

এদিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বিজেপি দফতরে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দফতরে খানিকক্ষণ সাংবাদিক বৈঠকের পর আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। তখনই রাস্তায় তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের বেশ কিছু কর্মী,সমর্থক।

আরও পড়ুন- Kanchanjunga Express Train Accident: হল না শেষ রক্ষা! চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মর্মান্তিক মৃত্যু ফুটফুটে শিশুকন্যার

তাদের অভিযোগ, ডায়মন্ড হারবার কেন্দ্রে দলের হারের পর তাদের ওপর হামলা, অত্যাচার বহু গুণে বেড়েছে। এরপরেও বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সরদার তাদের খোঁজ নেননি। এমনকী তাদের পাশে দাঁড়াতে কোনওরকম তৎপরতা দেখাননি তিনি। অভিজিৎ সরদারের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছেন আক্রান্ত কর্মীরা।

আরও পড়ুন- West Bengal Weather Update: অবশেষে জ্বালাপোড়া গরম থেকে মুক্তি, আজই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, কবে ঢুকছে বর্ষা?

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের উপর হামলা চলছে বলে অভিযোগ। বিশেষ করে বিজেপির অভিযোগ তৃণমূল তাদের দলের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। গেরুয়া দলের বহু কর্মী পরিবারকে নিয়ে ভয়ে 'ঘরছাড়া' রয়েছেন বলেও দাবি তাদের।

আরও পড়ুন- Kanchanjunga Express Train Accident Live Updates: হাসপাতালে মৃত্যু ৬ বছরের শিশুকন্যার, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই নালিশ করেছিল দলের বঙ্গ শিবির। তারপরেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্যোগে তৈরি হয় বিশেষ কেন্দ্রীয় দল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদ সহ কয়েকজনকে নিয়ে তৈরি হয়েছিল কেন্দ্রীয় দল। সেই দলটিই পশ্চিমবঙ্গে দলের আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে বাংলায় রয়েছে। এর আগে কোচবিহারে গিয়েও দলের 'ঘরছাড়া' আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। মঙ্গলবার তাঁরা এসেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

Post Poll Violence in Bengal bjp tmc loksabha election 2024 South 24 Pgs
Advertisment