Advertisment

দিল্লি যাচ্ছে জোড়াসাঁকোর মাটি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের অভিযানে সামিল রবীন্দ্রনাথও

রবীন্দ্রনাথের বাড়ি থেকে মাটি সংগ্রহ করতে পেরে গর্বিত রাজ্য বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP, বিজেপি, rabindranath tagore, নেতাজি সুভাষচন্দ্র বসু, Subhashgram, সুভাষগ্রাম, জোড়াসাঁকোর মাটি, Kodalia, কোদালিয়া, South 24 parganas, দক্ষিণ ২৪ পরগনা, west bengal news today, আজ পশ্চিমবঙ্গের খবর, Delhi, দিল্লি, Narendra Modi, নরেন্দ্র মোদী

দিল্লি যাচ্ছে জোড়াসাঁকোর মাটি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের অভিযানে সামিল রবীন্দ্রনাথও

দিল্লির অমৃত উদ্দ্যানের জন্য মাটি সংগ্রহ কর্মসূচী বিজেপি। স্বাধীনতার ৭৫ বছর পুর্তি উপলক্ষ্যে স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দেওয়া পুলিশ বা সেনাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে। মাটি সংগ্রহের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আজ বরীন্দ্রনাথের বাড়ি থেকে মাটি সংগ্রহ করল রাজ্য বিজেপি। জোড়াসাঁকোর সেই সংগৃহিত মাটি যাবেন দিল্লিতে। বিজেপির এই মাটি সংগ্রহ অভিযান প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, ‘ওনারা মাটি পাঠান, আমরা মা-মাটি মানুষের দল। আমরা মাটি পাঠানর বিরোধী নই”।

Advertisment

জোড়াসাঁকোর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জী, কালীঘাট মন্দির থেকেও মাটি সংগ্রহ করা হবে। মোদীর স্বপ্নের আমার মাটি আমার দেশ উপলক্ষ্যে ভারতের প্রতিটি মহান ব্যক্তিত্বের বাড়ি থেকে সংগ্রহ করা হবে মাটি। এর আগে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার সুভাষগ্রামে নেতাজির বাড়ি থেকে মাটি সংগ্রহ করা হয়।

বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘আমার মাটি আমার দেশ’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে। দিল্লিতে তৈরি হচ্ছে অমৃত বাটিকা নামে একটি বাগান। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে সেই বাগানে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দেওয়া পুলিশ বা সেনাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই আজকের এই মাটি সংগ্রহ অভিযান।

এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের অভিযান আমার মাটি আমার দেশ। রাজধানী দিল্লিতে অমৃত বাটিকা তৈরি হচ্ছে। সারা দেশ জুড়ে সেই মাটি সংগ্রহের কাজ চলছে। আমরা আজ রবীন্দ্রনাথের বাড়ি থেকে মাটি সংগ্রহ করতে পেরে গর্বিত। সংগ্রহ করা মাটি আমরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব।”

modi Sukanta Majumder
Advertisment