Advertisment

দিল্লি যাচ্ছে নেতাজির পৈতৃক ভিটের মাটি, কারণ জানলে চমকে যাবেন!

নেতাজি সুভাষচন্দ্র বসুর বসুর পৈতৃক ভিটের মাটি যাচ্ছে দিল্লিতে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
bjp collecting soil from subhash chandra boses house and sending it to delhi

সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটের মাটি যাচ্ছে দিল্লিতে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর বসুর পৈতৃক ভিটের মাটি যাচ্ছে দিল্লিতে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রাজধানীতে তৈরি হচ্ছে অমৃত বাটিকা নামে একটি বাগান। সেই বাগানের জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ চলছে। স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য শহিদ পুলিশ-সেনার বাড়ি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে।

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে। সেই ভিটের মাটি দিল্লি পাঠাচ্ছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 'আমার মাটি আমার দেশ' নামে একটি প্রকল্প শুরু হয়েছে। দিল্লিতে তৈরি হচ্ছে অমৃত বাটিকা নামে একটি বাগান। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে সেই বাগানে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দেওয়া পুলিশ বা সেনাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই কোদালিয়ায় সুভাষচন্দ্রের পৈতৃক বাড়ি থেকে মাটি সংগ্রহ করা হয়। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি মনোরঞ্জন জোরদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার কোদালিয়ায় গিয়ে মাটি সংগ্রহ করে আনেন।

পরে বিজেপি নেতা মনোরঞ্জন জোরদার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের অভিযান আমার মাটি আমার দেশ। রাজধানী দিল্লিতে অমৃত বাটিকা তৈরি হচ্ছে। সারা দেশ জুড়ে সেই মাটি সংগ্রহের কাজ চলছে। আমরা নেতাজির বাড়ি থেকে সংগ্রহ করা মাটি এই মাসের ২৮ তারিখের মধ্যে দিল্লি পৌঁছে দেব।”

bjp West Bengal modi Netaji Subhash Chandra Bose
Advertisment