Advertisment

শুভেন্দু-গড়ে শুরুতেই ল্যাজেগোবরে তৃণমূল! মনোনয়নেই হাসি চওড়া পদ্ম শিবিরের

মনোনয়ন জমায় শাসকদলকে টেক্কা বিজেপির।

author-image
Nilotpal Sil
New Update
suvendu attacks tmc at jhargram

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিরোধীদের ভুড়ি-ভুড়ি অভিযোগ। অধিকাংশ জায়গায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই বিরোধীদের মনোন.নে বাধা দেযওার অভিযোগ ওঠে। গত ১৫ জুন মনোনয়ন জমা পর্ব শেষ হয়েছে। তবে দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদল তৃণমূল থেকে বেশি মনোনয়ন জমা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

Advertisment

এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মনোনয়ন জমার পরিসংখ্যান:

গ্রাম পঞ্চায়েত :-

মোট আসন - ১৪৫৬৬টি

বিজেপি মনোনয়ন জমা দিয়েছে - ৪৮৪৩টি আসনে।

তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে - ৪৮০৭টি আসনে।

সিপিআইএম মনোনয়ন জমা দিয়েছে - ২৮৮৮টি আসনে।

কংগ্রেস মনোনয়ন জমা দিয়েছে - ৩০৩টি আসনে।

আরও পড়ুন- ভোট সন্ত্রাসে বিচলিত রাজ্যপাল, নাগরিক স্বার্থে নিলেন যুগান্তকারী পদক্ষেপ!

পঞ্চায়েত সমিতি:-

মোট আসন - ২৮২২টি

বিজেপি মনোনয়ন জমা দিয়েছে ৮৯৩টি আসনে।

তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে ৮০৫টি আসনে।

সিপিআইএম মনোনয়ন জমা দিয়েছে ৫৮২টি আসনে।

কংগ্রেস মনোনয়ন জমা দিয়েছে ৩০৩টি আসনে।

জেলা পরিষদ:-

মোট আসন - ৪০৩টি আসনে।

বিজেপি মনোনয়ন জমা দিয়েছে - ৯৫টি আসনে।

সিপিআইএম মনোনয়ন জমা দিয়েছে - ৬২টি আসনে।

কংগ্রেস মনোনয়ন জমা দিয়েছে - ৫৭টি আসনে।

তৃণমূল মনোনয়ন জমা দিয়েছে ৭৬টি আসনে।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন জমা দিতে গেলে বাধা দিয়েছে। সেই বাধা টপকে আমরা মনোনয়ন জমা করেছি। তার জন্য আমাদের মনোনীত প্রার্থী,নেতৃত্ব ও কর্মীদের আহত হতে হয়েছে।

'এদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী।

তিনি বলেন, 'বিজেপি যে অভিযোগ বা অশান্তি সৃষ্টি করছে সবটাই দেখানোর জন্য। যদি বাধা দেওয়া হতো তাহলে প্রয়োজনের থেকে অনেক বেশি মনোনয়ন জমা করল কীভাবে? মানুষ ওদের সঙ্গে নেই। যে কয়েকজন আছে তাদের দিয়ে অভিনয় করে নির্বাচনের প্রক্রিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা ছাড়া কিছু না।'

Purba Medinipur panchayat election 2023 panchayat election bjp tmc
Advertisment