Advertisment

এগরায় বিস্ফোরণ: মারাত্মক আশঙ্কা সুকান্তর! NIA চেয়ে তড়িঘড়ি শাহকে চিঠি

পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp demanding nia prob in egra blast

শাহকে চিঠি সুকান্তর।

পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও ৫ জন। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে সরব বিজেপি। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এনআইএ তদন্ত করলেও তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে। গ্রামেরই ভানু বাগ নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরির কারখানা ছিল। সেই বাড়িতেই মঙ্গলবার দুপুর ১২টার কিছু পরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। মারাত্মক বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৫ জন।

এদিকে, বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছে। এদিন এই বিস্ফোরণ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''ভারতবর্ষের কোথাও এই ধরনের ঘটনা হয় না। রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় পৌঁছেছে। এটা পঞ্চায়েতের প্রস্তুতি চলছে। এটাই তো পশ্চিমবঙ্গের শিল্প। তৃণমূল গোটা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে। এনআইএ তদন্ত হোক। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছি।''

আরও পড়ুন- এগরায় বিস্ফোরণ: CID তদন্তের নির্দেশ দিয়েও NIA-তে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''কখনও স্কুলে বোমা পাওয়া যাচ্ছে, কখনও কারাখানায় বোমা পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় বোমা পাওয়া যাচ্ছে। কারা করছে কী উদ্দেশ্যে করছে? ভয়ঙ্কর দৃশ্য। বোঝাই যাচ্চে ঠিক কী ধরনের বোমা ওখানে তৈরি হচ্ছিল।''

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ''ক'দিন আগে দেখেছি ভগবানপুরে তৃণমূল নেতার বাড়ির ছাদ বিস্ফোরণে উড়ে গেছিল। তারপরেও সরকার ব্যবস্থা নেয়নি। বাজি বানানোর নামে বোমা তৈরির কারবার। পুলিশের পূর্ণ মদতে এটা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন কবে হবে ঠিক নেই, কিন্তু তৃণমূল যে বোমা-বন্দুক ছাড়া চলতে পারে না সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল।''

তবে শাসকদল তৃণমূল কিন্তু এব্যাপারে রাজ্য পুলিশেই ভরসা রাখছে। তৃণমূলের সাংসদ শান্তনু সেন এদিন বলেন, ''মর্মান্তিক ঘটনা। প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসন নিশ্চিতভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। এটা নিয়ে নোংরা রাজনীতি করা উচিত নয়। দুর্ভাগ্যজনক ঘটনা। বাজি কারখানা বেআইনি হলে পুলিশ ব্যবস্থা নেবে।''

Mamata Banerjee NIA CID West Bengal Sukanta Majumder
Advertisment