এবার স্ট্রংরুম পাহারায় বিজেপি। ভোট মিটলেও খোঁজ নেই ব্যালটবক্সের। তৃণমূলের বিরুদ্ধে ব্যালটবক্স ছিনতাইয়ের অভিযোগ বিজেপির। এই অভিযোগে শনিবার রাত থেকে মালদহের গাজোলের স্ট্রংরুমের সামনে ধরনায় বসে রয়েছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন-সহ বিজেপি প্রার্থীরা।
শনিবারের পঞ্চায়েত ভোটে বেনজির হিংসা দেখেছে গোটা বাংলা। দিকে-দিকে ছাপ্পা ভোট, ব্যালটবক্স ভাঙচুর, ছিনতাই, ব্যালট পেপারে আগুন ধরানো থেকে শুরু করে একের পর এক খুন। শুধু গতকাল ভোটের দিনেই হিংসার বলি হতে হয়েছে ১৪ জনকে। শাসক থেকে শুরু করে বিরোধী, প্রাণ ঝরেছে সব পক্ষের প্রতিনিধির। লাগামছাড়া হিংসা কেঁপে উঠেছে গোটা রাজ্য।
আরও পড়ুন- ‘২৩-এর ভোটে বিরামহীন মৃত্যু! মর্মান্তিক-কাণ্ডে প্রাণ খোয়ালেন দুই নির্দল সমর্থক
এরই মধ্যে মালদহের গাজোলে উঠেছে মারাত্মক অভিযোগ। ভোটের পর নাকি খোঁজ মিলছে না একটি ব্যালটবক্সের। বিজেপির অভিযোগ, আস্ত ব্যালটবক্স তুলে নিয়ে গিয়েছে তৃণমূল। ছাপ্পা ভোট দিয়ে ফের সেই ব্যালটবক্স স্ট্রংরুমে ঢোকানোর ছক কষা হয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। সেই আশঙ্কায় শনিবার রাত থেকে গাজোলের স্ট্রংরুমে পাহারায় বসেছেন বিজেপি,সাংসদ, বিধায়ক-সহ কর্মীরা।
আরও পড়ুন- ভোটের পরের দিনেও ফের মৃত্যু! বেনজির হিংসার বলি বাসন্তীর তৃণমূলকর্মী
মালদহ উত্তরের বিজেপি সাংসদ শ্রী খগেন মুর্মু বলেন, 'তৃণমূলের ছাপ্পাভোট, বুথ দখল, ব্যালটবক্স চুরির প্রতিবাদেই আমাদের এই ধরনা। স্ট্রংরুম থেকে ৮৩ নং বুথের ব্যালট বক্স খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ট্রংরুমে ব্যালটবক্স জমা হয়নি। ব্যালটবক্স কোথায় গেল সেব্যাপারে বিডিও কিছু বলতে পাচ্ছেন না। গতরাত থেকে আমরা এখানে আছি। এখনও ব্যালটবক্স খুঁজে পায়নি। ওটা তৃণমূলের ঘরে গেছে। ছাপ্পা ভোট দিয়ে ওই ব্যালটবক্স ফের যাতে এখানে ঢোকাতে না পারে, সেই জন্যই আমরা পাহারা দিচ্ছি।'