Advertisment

Dilip Ghosh: রাজ্যপালকে 'ফাঁসাতে' রাজভবনে কারা? ভয়ঙ্কর ইঙ্গিত দিলীপ ঘোষের!

Dilip Ghosh: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেই বিতর্ক বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির এই ডাকাবুকো নেতা। একইসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের সাম্প্রতিককালের বেশ কিছু মন্তব্য নিয়েও মুখ খুলেছেন বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh-CV Ananda Bose: আবারও দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় তৃণমূল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের নেপথ্যে রয়েছে রাজ্যের শাসকদল, এমনই দাবি BJP প্রার্থীর। তাঁর কথায়, "তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাক গ্রাউন্ড তৈরি করেছে। এগুলো তারাই করছে।" এরই পাশাপাশি কুণাল ঘোষের (Kunal Ghosh) সাম্প্রতিক অবস্থান নিয়েও মুখ খুলেছেন রাজ্য BJP-র এই ডাকাবুকো নেতা।

Advertisment

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা। তারই ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্তও শুকরু করেছে। যদিও রাজ্যপাল নিজে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে। এই ধরনের অভিযোগে তিনি ভীত নন বলে স্পষ্ট করে দিয়েছেন। এদিকে, রাজ্যের শাসকদল তৃণমূল রাজ্যপালের বিরুদ্ধে ওঠা মারাত্মক এই অভিযোগ নিয়ে সুর সপ্তমে তুলে রেখেছে।

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?

"তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাক গ্রাউন্ড তৈরি করেছে। এগুলো তারাই করছে। সবাই জানে এই লোকেরা এই কারণেই ওখানে গেছে। পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল। তৃণমূল একাই চেঁচাচ্ছে। আর কারও কোনও টেনশন নেই। কারণ আর সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল এবং সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। ওনার বিরুদ্ধে এখনও কোনও কেস করতে পারেনি ওরা। কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক বলেছে। কিছু হয়নি। এখন এটাই শেষ অস্ত্র। তৃণমূল কথায় মহিলা মহিলা বলে। মহিলাদের সম্মান করে না। তাঁদের ব্যবহার করে। এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। পুলিশ তো তদন্ত কমিটি করবেই।"

আরও পড়ুন- Kolkata Weather Today: বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির জোরালো সুখবর! ইঙ্গিত শনির সকাল থেকেই

তিনি আরও বলেন, "হাজার কোটি লুঠ, খুন-ধর্ষণ! সেখানে কতজন গ্রেফতার হয়েছে? তারা বাড়ি থেকে তৃণমূল নেতাকে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। পুলিশ কী করেছে? পুলিশের কী যোগ্যতা? এবং সরকারের কী ইচ্ছা, সবই আমরা জানি। সম্মানীয় মানুষকে কীভাবে অপমান করতে হয়, তৃণমূল তা দেখিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি-সহ কাউকেই অপমান করতে ছাড়েনি। এমনকী হাইকোর্টের মহিলা বিচারকের স্বামীকেও CID দিয়ে ডেকে পাঠিয়েছে। তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে।"

আরও পড়ুন- Premium: মন্দিরভূমি বাংলা! এখানকার পাঁচ মন্দির, যেখানে বছরের কোনও সময় ভিড় কমে না 

এছাড়াও কুণাল ঘোষকে নিয়েও মন্তব্য করেছেন বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী। তৃণমূল নেতার সাম্প্রতিক বেশ কিছু মন্তব্যে তুমুল জলঘোলা হয়েছে। দিলীপ ঘোষ অবশ্য সেসবে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, "এসব মক ফাইট। এসব নিয়ে আমরা ভাবছি না। অন্নদাস দের কথার গুরুত্ব নেই। ওই বাড়িতে থাকব, খাবো, লাথি খাবো। ওখানেই থাকব। আবার মুখ খুলব, দুটো একসঙ্গে হতে পারে না। রাস্তায় নামুন। দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন। পার্থ চ্যাটার্জি অনেক কিছু বলেছেন কুনাল নিয়ে। এটা ওদের পুরোনো ঝগড়া, বাড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া কেউ রাস্তায় নিয়ে আসে?"

cv ananda bose dilip ghosh bjp Kunal Ghosh tmc
Advertisment