Advertisment

ইডেনে পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

"ইডেন গার্ডেন্সে পাক ক্রিকেটারদের ছবি রাখার কোনও মানে হয় না। পুলওয়ামা হামলার পর সকলেই ক্ষোভে ফুঁসছে। ইডেনে বেশ কয়েকজন পাক ক্রিকেটারের ছবি রয়েছে। অনেকেই এতে আপত্তি জানাচ্ছেন...।"

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে এবার দেশের আরও অনেক স্টেডিয়ামের মতো ইডেন গার্ডেন্স থেকেও পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবি উঠল। ইডেন গার্ডেন্সে প্রাক্তন পাক ক্রিকেট তারকা তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি অবিলম্বে সরানোর দাবি জানিয়ে শনিবার বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। উল্লেখ্য, ইডেন গার্ডেন্স থেকে পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবি জানান দিলীপ ঘোষ। এই মর্মে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-কে অনুরোধ করেছেন দিলীপ।

Advertisment

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "ইডেন গার্ডেন্সে পাক ক্রিকেটারদের ছবি রাখার কোনও মানে হয় না। পুলওয়ামা হামলার পর সকলেই ক্ষোভে ফুঁসছে। ইডেনে বেশ কয়েকজন পাক ক্রিকেটারের ছবি রয়েছে। অনেকেই এতে আপত্তি জানাচ্ছেন। আমরা মনে করি, ছবিগুলো সরানো হোক, না হলে আমরা বিক্ষোভ করব। আমাদের যুব মোর্চা এ নিয়ে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজ্য সরকার ও সিএবি-কে অনুরোধ করছি, যাতে ছবিগুলো সরানো হয়।"

bjp, বিজেপি বিক্ষোভ চলাকালীন আটক বিজেপি যুব মোর্চার কর্মীরা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, কাশ্মীরিদের উপর হামলা নিয়ে সরব মমতা, নাম না করে নিশানা বিজেপিকে

উল্লেখ্য, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার প্রতিবাদে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়েছে কর্নাটক ক্রিকেট বোর্ড। পাশাপাশি একই পথ বেছে নিয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া। মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়াম থেকে ইমরান খানের ছবি সরানো হয়েছে। মুম্বই, বেঙ্গালুরুর পাশাপাশি, মোহালি, জয়পুর, ধরমশালার স্টেডিয়াম থেকেও সরানো হয়েছে পাক ক্রিকেটারদের ছবি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান। যে ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। বিভিন্ন মহল থেকে উঠছে ‘বদলা নেওয়া’র দাবি। হামলার দায় স্বীকার করেছে সন্ত্ররাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদ। অন্যদিকে, হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। পুলওয়ামায় হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে ভারত, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Read the full story in English

bjp dilip ghosh
Advertisment