Advertisment

Dilip Ghosh: 'সংগঠন জানি, আন্দোলন জানি, ভোট করাতে জানি না', দিলীপের মন্তব্যে তুঙ্গে চর্চা!

BJP-Dilip Ghosh: লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব বেড়েছে বই কমেনি। লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রার্থী করেছিল বিজেপি। লোকসভা ভোটে গোটা রাজ্যে বিজেপির খারাপ ফল হয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারতে হয়েছে দিলীপ ঘোষকেও। ভোটে হারার পরেই তির্যক মন্তব্যে দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh: আবারও দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় BJP-র রাজ্য নেতৃত্ব। "বিজেপির লোকেরা সংগঠন বোঝেন, আন্দোলন করতেও জানেন, কিন্তু ভোট করাতে জানেন না।" ফের একবার লোকসভা ভোটে দলের ভরাডুবি নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে বিঁধেছেন বিজেপির প্রাক্তন এই সাংসদ।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"২০২১ সালের নির্বাচনে আমাদের ৭৭ টি আসন ছিল। আশা ছিল, আমরা ১০০-র বেশি আসন পাব। তা হয়নি। আমরা সংগঠন জানি, আন্দোলন করতেও জানি, কিন্তু ভোট করাতে জানি না। প্রত্যেকটা নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দল ডেকেছে তাই কর্মসূচিতে আসছি-যাচ্ছি, বিজেপিতে এটা চলে না। BJP দলটা একটা আদর্শ ও লক্ষ্য নিয়ে চলে।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রার্থী করেছিল বিজেপি। লোকসভা ভোটে গোটা রাজ্যে বিজেপির খারাপ ফল হয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারতে হয়েছে দিলীপ ঘোষকেও। ভোটে হারার পরেই তির্যক মন্তব্যে দলের রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে তাঁকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তুলে আনার পিছনে 'কাঠিবাজি' তত্ত্ব খাড়া করেছিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- Eastern Rail: ভাবতেই পারবেন না! অকল্পনীয় তৎপরতায় দুরন্ত দৃষ্টান্ত রেলের

আরও পড়ুন- Hilsa Fish: থলে-ভর্তি করে নকল ইলিশ কিনছেন না তো? আসল চিনবেন কীভাবে?

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব বেড়েছে বই কমেনি। এবার 'ভোট করাতে শিখতে হবে' শীর্ষক মন্তব্যে ফের একবার ঘুরিয়ে শুভেন্দু-সুকান্তদেরই নিশানা করেছেন দিলীপ, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের।

West Bengal dilip ghosh bjp
Advertisment