/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/BJP.jpg)
BJP: বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি।
Assembly By Election 2024: লোকসভা ভোটপর্ব মিটতেই ফের নির্বাচনের ঘণ্টা বেজে গেছে বাংলায়। আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্র উপ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার উপনির্বাচনের জন্য রাজ্যের চার কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল BJP।
আগামী ১০ জুলাই রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। উপ নির্বাচনের জন্য চার কেন্দ্রের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি।
রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে। বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন কল্যান চৌবে ভট্টাচার্য।
উল্লেখ্য, রায়গঞ্জ কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী BJP-র বিধায়ক হয়ে জিতেছিলেন একুশের নির্বাচনে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। তিনি এবারের লোকসভা ভোটে রায়জঞ্জ কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী হয়ে জেতেন। রায়গঞ্জ কেন্দ্রটি ফাঁকা হওয়ায় সেখানে হবে উপনির্বাচন।
আরও পড়ুন- ফেলো টাকা কেনো ‘বর’! খোলা বাজারে ‘জামাই বিক্রি’র এমন ‘হাট’ খাস বাংলাতেই
একুশের নির্বাচনে একইভাবে বাগদা কেন্দ্র থেকে BJP-র টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে ফেরেন। এবারের লোকসভা নির্বাচনে বনগাঁ থেকে তৃণমূল তাঁকে প্রার্থী করে। যদিও ভোটে তিনি পরাজিত হয়েছেন BJP-র শান্তনু ঠাকুরের কাছে।
বাগদা সিটটিও খালি থাকায় সেখানেও আগামী ১০ জুলাই হবে বিধানসভা উপনির্বাচন হবে। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। তিনিও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন। ওই কেন্দ্রটি ফাঁকা থাকায় এবার সেখানেও হবে উপনির্বাচন।
একইভাবে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে মানিকতলা কেন্দ্রটিও। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে ছিলেন মানিকতলার বিধায়ক। এবার শহর কলকাতার প্রাণকেন্দ্রের এই মানিকতলাতেও রাজ্যের বাকি তিন কেন্দ্রের সঙ্গেই হবে উপনির্বাচন। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর স্ত্রী সুপ্তি পাণ্ডেকে।