Lakshmir Bhandar In BJP Campaign: বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে। আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই দাবিই জ্বলজ্বল করছে বিজেপির প্রচারের দেওয়াল লিখনে। অর্থাৎ, ভোট বৈতরণী পারে প্রতিপক্ষ ঘাস-ফুলের উন্নয়ন প্রকল্পকেই হাতিয়ার করছে পদ্ম-ফুল শিবির।
পুরাতন মালদা শহরের নালাগোলা রাজ্য সড়কের ধারে বিভিন্ন স্থানে বিজেপির দেওয়াল লিখনে দেখা যাচ্ছে 'রাজ্যে ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারে তিন হাজার'।
বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকী পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে শাসক দল। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই তিন হাজারে কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাসের কথায়, 'লোকসভা নির্বাচনের মুখে এই ধরণের প্রচার করা যায় না। বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজারের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । পাশাপাশি নির্বাচন কমিশনের নজরেও বিষয়টি আনার দাবি করছি।'
আরও পড়ুন- Saayoni Ghosh: প্রচারে বেরিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা সায়নীর! তারপর যা হল…
পাল্টা উত্তর মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, 'অসম এবং মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সরকার গঠনের আগে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সব পূরণ করে দিয়েছে। মহিলাদের নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হবে। গত লোকসভা নির্বাচনে আমরা ১৮টি আসন পেয়েছিলাম। বিধানসভায় পরাজিত হলেও বেশিরভাগ আসনে খুব কম মার্জিনে হেরেছিলাম। ২০২৬ সালে আমরা রাজ্যে ক্ষমতায় এলে সব প্রতিশ্রুতি পূরণ হবে।' তবে প্রচারে কেন লক্ষ্মীর ভাণ্ডারে ভর করতে হচ্ছে তার কোনও সদুত্তোর দিতে পারেনি উজ্জ্বলবাবু।
বিজেপির এই প্রচারকে পাল্টা হাতিয়ার করতে মরিয়া তৃণমূল। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর মন্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, তিনি দিয়েছেন। এখন তার পরিমাণ বেড়ে গিয়েছে। এনিয়ে প্রধানমন্ত্রী সহ রাজ্যের বিরোধী দলনেতা অনেক কটূক্তি করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ৫০০ টাকার জন্য কেউ বিক্রি হবেন না। আমাদের খুব ভালো লাগছে, মমতা দিদির প্রকল্পের প্রচার করতে হচ্ছে। আমরা গর্বিত, বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারকে গুরুত্ব দিচ্ছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারের যত প্রচার করবে, তৃণমূলের ভোট বাড়বে।'
এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের বাজি প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে।