এক মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য বাংলায় এসে শাসকদল তৃণমূলকে তুলোধনা জেপি নাড্ডার। 'এতদিনে পারেননি। এবার ডাবল ইঞ্জিনের সরকার হবে বাংলায়।' পঞ্চায়েতেই বঙ্গে 'বদলের ডাকে' সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরই পাশাপাশি এসএসসি-টেট, আবাস যোজনায় দুর্নীতি, গরু-কয়লা পাচার ইস্যুতে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির এই শীর্ষ নেতা।
Advertisment
সামনেই পঞ্চায়েত ভোট. তার এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার রাজ্যের দুই প্রান্তে সভা নাড্ডার। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সভা থেকে রাজ্যের শাসকদলকে বেনজির আক্রমণ শানালেন নাড্ডা। পঞ্চায়েতেই রাজ্যে বদলের ডাক দিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিলেন বিজেপির শীর্ষ নেতা।
নাড্ডা এদিন বলেন, 'আগে চেষ্টা করা হয়েছিল, হয়নি। এক ধাক্কা অর দো। এবার ডাবল ইঞ্জিনের সরকার হবে বাংলায়।' তৃণমূল নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা বাংলা অশান্ত হয়ে উঠছে বলে তোপ দেগেছেন নাড্ডা। তাঁর কথায়, 'বাংলাকে অশান্ত, রক্তাক্ত করার চেষ্টা তৃণমূলের। তৃণমূলের রক্তের রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে জঙ্গলরাজ চলছে বাংলায়। জনসভার ভিড়ই বলে দিচ্ছে বাংলায় পরিবর্তন হবে। অপশাসন, অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজকে বিদায় জানাবে বাংলার মানুষ।'
দুর্নীতি ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা করেছেন গেরুয়া দলের এই শীর্ষ নেতা। তিনি বলেন, 'কেন্দ্রের প্রকল্প চুরি করছে বাংলার সরকার। মোদী সরকার রেশন দিচ্ছে, তৃণমূলের নেতারা চুরি করছে। মোদী সরকার চাইছেন গরিব যেন ঝুপড়িতে না থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় নামও চুরি করে নিচ্ছে। পশ্চিমবঙ্গে আবাস যোজনায় দুর্নীতি। গরিবের নাম বাদ। যাদের পাকা বাড়ি তাদের নাম তালিকায়। পাকা বাড়ি সত্ত্বেও তৃণমূলের কর্মীরা আবাস যোজনায় বাড়ি নিচ্ছেন।'