Abhijit Ganguly Tamluk lok-sabha constituency BJP: বিচারকের চেয়ার ছেড়ে নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। যোগ দিয়েছেন বিজেপিতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, আরও বেশি পরি,রে মানুষের কল্যাণের কাজ করতেই তাঁর এই পদক্ষেপ। গুঞ্জন যে, অভিজিৎবাবুকে তমলুক থেকে চব্বিশের ভোট প্রার্থী করতে পারে গেরুয়া বাহিনী। শুভেন্দু অধিকারীর কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। যা আরও জোরাল করছে পদ্ম শিবিরের প্রার্থীপদ ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মঙ্গলবারের তমলুক সফর।
'অধিকারী গড়ে' সফরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাইড খোদ শুভেন্দু অধিকরী। শুরুতেই তমলুকের বিজেপির কার্যালয় গিয়েছেন প্রাক্তন বিচারপতি। সেখানে তাঁকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান হলদিয়ার বিধায়ক, তথা ওই জেলার বিজেপি সভাপতি তাপসী মণ্ডল। রয়েছেন ময়নার বিধায়ক অশোক দিন্দাও। এরপর পুজো দেবেন বর্গভীমা মন্দিরে। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। সেখানকারই বিধায়ক বিরোধী দলনেতা। অন্যদিকে রাজ্য রাজনীতিতে পালা বদলের ক্ষেত্রে নন্দীগ্রামের নাম প্রসিদ্ধ। সেই নন্দীগ্রামে প্রথমবারের জন্য এদিনই পা রাখবেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, নন্দীগ্রাম পৌঁছে রেয়াপাড়া এলাকার একটি শিবমন্দিরে পুজো দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে নন্দীগ্রামে শুভেন্দুর অধিকারীর দফতরে মধ্যাহ্নভোজ করার কথা তাঁর।
আরও পড়ুন- Arjun Singh: সরল মমতা-অভিষেকের ছবি, আজই কি বিজেপিতে ‘অভিমানী’ অর্জুন? দিলেন বড় ইঙ্গিত
নন্দীগ্রাম থেকে কাঁথিতে য়াওয়ার কথা রয়েছে অভিজিৎবাবুর। যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জেও। সাক্ষাৎ করবেন শুভেন্দুর বাবা, তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। কাঁথি থেকে এবার বিজেপির বাজি অধিকারী পরিবারের আরেক সন্তান তথা শুভেন্দুর দাদা সৌমেন্দু অধিকারী।
তমলুক থেকে এবার তৃণমূলের প্রার্থী যুবনেতা দিব্যেন্দু অধিকারী। জোড়-ফুলের অনুমান তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই লড়াইয়ে নামাবে বিজেপি।