Advertisment

নুসরত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, ইডির দ্বারস্থ বিজেপি নেতা

আদালতের পক্ষ থেকে নুসরত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হবার জন্য সমন পাঠানো হলেও, তিনি একবারও কোটে উপস্থিত হননি।

author-image
IE Bangla Web Desk
New Update
Nusrat Jahan summoned by ED on flat fraud case , ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি

তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে এবার বিরাট প্রতারণার অভিযোগ।

তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে এবার বিরাট প্রতারণার অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডির দফতরে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল সংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ আনলেন শঙ্কুদেব।

Advertisment

সোমবার সন্ধ্যায় সল্টলেকের ইডি দফতরে আসেন বিজেপি নেতা শঙ্কুদেব। তাঁর সঙ্গে বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন, যাঁরা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দেন। তাঁদের দাবি, এই সময় এই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান।

প্রতারিতদের দাবি, তাঁদেরকে বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে তাঁদেরকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তাঁরা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হন। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি, মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন।

আরও পড়ুন ‘কোন ‘চোর’ কী বলল…’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অপমানে আওয়াজ তুললেন অভিনেতা জয়জিৎ

সোমবার সন্ধ্যায় বিজেপি নেতা শঙ্কুদেব বেশ কয়েকজন প্রতারিতদের কে নিয়ে ইডি দফরে উপস্থিত হন। তিনি জানান, তিনি প্রতারিত মানুষদের হয়ে ইডির কাছে তদন্ত করার দাবি জানিয়েছেন। বিজেপি নেতা এই পুরো ঘটনাটিকে একটি আর্থিক দুর্নীতি বলেও দাবি করেছেন।

পাশাপাশি তিনি জানিয়েছেন, আদালতের পক্ষ থেকে নুসরত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হবার জন্য সমন পাঠানো হলেও, তিনি একবারও কোটে উপস্থিত হননি। বিজেপি নেতা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই প্রতারিতরা বিচার না পান তাহলে তিনি তাঁদেরকে নিয়ে কলকাতার পথে নামবেন।

West Bengal Nusrat Jahan ED
Advertisment