/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/mamata-abhishek-2.jpg)
TMC: জনগর্জন সভায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি পার্থ পাল
Lok Sabha Election 2024: বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ শানালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সরাসরি নুরুল ইসলামকে 'অপরাধী' তকমা দিয়েছেন অমিত। অ্যদিকে মালদা দক্ষিণের জোড়া-ফুল প্রার্থীকেও নিশানা করেছেন তিনি। এক্স হ্যান্ডেল পোস্টে মালব্য শাহনওয়াজকে 'হিন্দু বিরোধী', 'উগ্রবাদী' বলে আক্রমণ করেন। শাহনওয়াজকে স্টুডেন্ট ইসলামিক ওরগানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন-CPM-ISF: চিন্তায় চিন্তায় ছিঁড়ে যাচ্ছে আলিমুদ্দিন! ISF-এর আবদারে ঘুমই আসছে না বিমান-সেলিমদের
হাজি নুরুল ইসলামকে নিয়ে অমিত মালব্য লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে শেখ শাহজাহানকে প্রার্থী করবেন। কিন্তু অবশেষে দু’মাস পর তাঁকে গ্রেফতার করতে হয়েছে। এখন শেখ শাহজাহান সিবিআই হেফাজতে। বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম সমান অপরাধী। ২০১০ সালের ৬ সেপ্টেম্বর এই হাজি নুরুল দেগঙ্গায় দাঙ্গা বাধিয়েছিল। ৫০০ জন মিলে হিন্দুদের দোকান, সম্পত্তি জ্বালিয়ে দিয়েছিল। বাসে আগুন লাগানো হয়েছিল। এইসব এখানে করা হয়েছিল স্থানীয় দুর্গাপুজো বন্ধ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় হিন্দুদের হেনস্থা করছে।'
It is quite likely that Mamata Banerjee wanted to field Sheikh Shahjahan from Basirhat LS. #Sandeshkhali is part of it. That also explains why she dragged her feet on his arrest for almost two months.
But now that Shahjahan is in CBI custody, Haji Nurul Islam, TMC’s candidate… pic.twitter.com/VLMcp1nKrV— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 11, 2024
তৃণমূল প্রার্থী শাহনওয়াজকে নিয়ে অমিত মালব্য লেখেন, 'মালদা দক্ষিণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শাহনওয়াজ আলি রেহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (SIO) সঙ্গে সক্রিয় রয়েছেন। তিনি জামাত-ই-ইসলামির ছাত্র শাখা SIO-র ন্যাশানাল সেক্রেটারি ছিলেন, যার মূল সংস্থা বাংলাদেশ জামাত-ই-ইসলামি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের নেপথ্যে ছিল।'
মালব্যের আরও সংযোজন, '২০২০ সালের অক্টোবর মাসে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি, দিল্লি এবং কাশ্মীর স্থিত ৯টি এনজিও এবং ট্রাস্টে অভিযান চালায়। সেগুলি শিক্ষা, জনস্বাস্থ্যের মতো নানান কল্যাণমূলক কর্মকাণ্ডের নামে দান ও ব্যবসায়িক অবদানের মাধ্যমে দেশ-বিদেশে তহবিল সংগ্রহ করছিল। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির দাবি, সংগৃহীত এই তহবিল হাওয়ালা, নগদ কুরিয়রের মতো নানান পদ্ধতিতে জম্মু-কাশ্মীরে পাঠানো হত পূর্ববর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর এবং বজায় রাখার জন্য। এগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন অন্যতম ছিল।'
এরপরও না থেমে অমিত মালব্য লিখেছেন, 'সাবাশ! মমতা বন্দ্যোপাধ্যায় একজন উগ্রবাদী, হিন্দু বিরোধী, ইসলামিক গোঁড়া মালদা দক্ষিণের মতো একটি স্পর্শকাতর সীমান্ত নির্বাচনী এলাকায় প্রার্থী করার জন্য। যার ভারত বিরোধী অবস্থান পরিচিত।'
Shahnawaz Ali Raihan, Mamata Banerjee’s candidate from Malda Dakshni, has been active with Human Welfare Foundation and the Students Islamic Organisation of India (SIO).
He was a National Secretary of the SIO, the student wing of Jamaat-e-Islami Hind, whose sister organisation… pic.twitter.com/EcApG9qsLt— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 11, 2024
বিজেপর আইটি সেলের প্রধানের দাবির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। দলের মুখপাত্র ঋজু দত্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'বিজেপি জানে তাদের জাহাজ ডুবে যাচ্ছে, অমিত মালব্যের বুদ্ধির বিভ্রম হয়েছে, লোকসভা ভোটের জন্য আমাদের প্রার্থী তালিকা প্রকাশের পরই তিনি সম্পূর্ণ প্লট হারিয়েছেন। শাহনওয়াজ আলী রায়হানের লেখাপড়া এবং কাজ সামাজিক ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতা উজ্জ্বল উদাহরণ। তাঁকে অপমান করার চেষ্টা শুধুমাত্র ওদের হতাশা প্রতিফলিত করে। বাংলায় এমন নেতা প্রয়োজন যিনি সত্যের মুখোমুখি হতে পারেন, ভয়-ভীতি পান না। খেলা হবে!'