/indian-express-bangla/media/media_files/2024/11/25/Kg80FZXEqSO4xuo5yzTr.jpg)
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।
bjp leader amit malviya attacks mamata banerjees govt: এবার স্বরাষ্ট্র মন্ত্রকের একটি তথ্য বলে দাবি করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে তুলোধোনা বিজেপি নেতা অমিত মালব্যর। 'স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য রীতিমতো উদ্বেগের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভারতের মাদক কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে', এক্স হ্যান্ডলে সোচ্চার BJP নেতা অমিত মালব্য (Amit Malviya)।
রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে তথ্য তুলে ধরা হয়েছে তাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। বিজেপি নেতার দাবি, "২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫০ হাজার কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ২০২২ সালে শক্তিশালী মাদক বা হেরোইন বাজেয়াপ্ত করার পরিমাণও উদ্বেগজনকভাবে বাংলায় বেড়েছে। পশ্চিমবঙ্গে প্রশাসনিক ফদাসীনতার কারণে কোডিন ভিত্তিক সিরাপের ব্যাপক অপব্যবহার হচ্ছে।"
ওই বিজেপি নেতার আরও দাবি, "এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের ক্রমাগত অসহযোগিতায় মাদক কারবারকে উৎসাহ জোগাচ্ছে। মাদক কারবার রুখতে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে রাজ্যের ক্রমাগত অসহযোগিতার কারণেই পশ্চিমবঙ্গ ক্রমাগত ঝুঁকির দিকে এগোচ্ছে। রাজ্যের উদাসীনতাই পশ্চিমবঙ্গের যুব সমাজের মধ্যে মাদকাসক্তি বাড়াচ্ছে।"
আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস, আজ ফের জামিন শুনানি এগনোর আর্জি আইনজীবীর
West Bengal: In response to BJP MP Samik Bhattacharya, the information provided by the Ministry of Home Affairs, points to a worrying trend, of the state emerging as India’s narcotics hub under the leadership of Mamata Banerjee.
— Amit Malviya (@amitmalviya) December 12, 2024
Recent data paints a grim picture of West Bengal… pic.twitter.com/KqlV2Y5Rj0
আরও পড়ুন- Bangladesh Unrest: গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে কে? পরিচয় জেনে হতভম্ব BSF জওয়ানরা
এর আগেও নানা ইস্যুতে রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তুলনা করতে দেখা গিয়েছে বিজেপি নেতা অমিত মালব্যকে। এবার নয়া তথ্যে ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ বিজেপি নেতার। তাঁর আরও দাবি, "পশ্চিমবঙ্গের যুব সমাজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ হুমকির মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনকে মাদক সংকট মোকাবিলায় ব্যর্থতার দায় নিতে হবে। বাংলার প্রয়োজন একটি সক্রিয় সরকার, যা তার নাগরিকদের কল্যাণকে অগ্রাধিকার দেবে। অজুহাতের সময় শেষ। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। বাংলার যুব সমাজের প্রাপ্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ।"