Mithun Chakraborty Admitted To Hospital: শনিবার সকালে শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শ্যুটিং ফ্লোরে বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।
হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে ব্রেন স্ট্রোকের লক্ষ্ণণ। তবে স্ট্রোক-ই কিনা তা জানা যাবে এমআরআই রিপোর্ট দেখে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এমআরআই করা হয়েছে এই প্রখ্যাত অভিনেতার। মিঠুনের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তাঁরাই আপাতত বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা করছেন। জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা। তাঁকে নিউরো আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- Kolkata Weather Today: বিদায়বেলায় চার-ছক্কা শীতের, কলকাতায় আরও নামল পারদ, এই পরিস্থিতি আর ক’দিন?
এ দিন সকালে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে 'শাস্ত্রী' সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। 'শাস্ত্রী' ছবির মাধ্যমেই প্রায় দেড় যুগ পর ফের বড় পর্দায় কামব্যাক হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটির। সিনেমার মূল আকর্ষণ মিঠুন-দেবশ্রী হলেও অভিনয়ে রয়েছেন এক ঝাঁক তারকা। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী এই সিনেমার প্রযোজক। 'শাস্ত্রী'-তে অভিনয় করছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সৌরসেনী মৈত্র এবং খোদ সোহম-ও। 'শাস্ত্রী'-র পরিচালক পথিকৃৎ বসু। জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের পরস্পর বিরোধীতা-ই এই সিনেমার মূল বিষয়বস্তু।
আরও পড়ুন- Sandeshkhali: প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালিতে! অশান্তি থামাতে ১৪৪ ধারা, দ্বীপাঞ্চলে ছয়লাপ পুলিশ
অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন, 'পদ্মভূষণ' সম্মানেও সম্মানিত হয়েছেন। মিঠুন চক্রবর্তী অভিনিত 'প্রজাপতি' এবং 'কাবুলিওয়ালা'ও দর্শকমহলে প্রশংসিত। মিঠুনের অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। ফলে মিঠুন অভিনিত পরের বাংলা সিনেমা 'শাস্ত্রী' নিয়েও দর্শকমহলে আশার জাগতে শুরু করেছে। চলতি বছর পুজোর সময় এই ছবি মুক্তির কথা। বর্তমানে শ্যুটিং চলছে। কিন্তু, এই শ্যুটিংয়েই বড় বিপত্তি ঘটল অভিনেতা মিঠুন অসুস্থ হয়ে পড়ায়।