scorecardresearch

বড় খবর

‘বিশ্বভারতীর উপাচার্যের স্বেচ্ছাচারিতায় সমালোচিত মোদীজি’, বিজেপি হেডকোয়ার্টার থেকে ভয়ঙ্কর তোপ অনুপমের

এবার বিজেপির কেন্দ্রীয় নেতার তোপে ডঃ বিদ্যুৎ চক্রবর্তী!

bjp leader anupam hazra criticize visva bharati chancellor bidyut chakraborty, বিশ্বভারতীর উপাচার্যের স্বেচ্ছাচারিতায় সমালোচিত মোদীজি অভিযোগ অনুপম হাজরার
বিশ্বভারতীয় উপাচার্য ডঃ বিদ্যুৎ চক্রবর্তী ও বিজেপি নেতা অনুপম হাজরা।

বসন্ত উৎসব-পৌষ মেলা বন্ধ, পড়ুয়া-অধ্যাপকদের বহিষ্কার, অমর্ত্য সেনকে জমি সংক্রান্ত নোটিস পাঠানো ঘিরে উত্তাল কবিগুরুর বিশ্বভারতী। বিতর্কে উপাচার্য ডঃ বিদ্যুৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী উপাচার্যের বিরুদ্ধে গৈরীকিকরণের অভিযোগ এনে ‘শেষ দেখে ছাড়াব’ বলে চ্যালেঞ্জ ছুড়েছেন। উপাচার্যকে ‘বিজেপির লোক’ বলেও দেগে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই উপাচার্য ডঃ বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। যা নিয়ে শোরগোল পড়েছে।

কী বলেছেন অনুপম হাজরা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশ্বভারতীয় উপাচার্যের অভিযোগকে সমর্থন করেছেন অনুপম হাজরা। তবে, এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে বসে ডঃ বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন অনুপম হাজরা। তাঁর অভিযোগ, ‘যেভাবে বিশ্বভারতী চালাচ্ছেন উপাচার্য তাতে প্রশ্নচিহ্ন থেকেই যায়। উপাচার্যের কার্যকলাপের কারণে গত কয়েক মাস ও বছরে আচার্য মোদিজিকে সমালোচিত হতে হচ্ছে। এই উপাচার্যের অমলেই শান্তিনিকেতনের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ বসন্ত উৎসব বন্ধ হয়েছে। পৌষ মেলাও বন্ধ। এই মেলাতে দেশ-বিদেশ থেকে লোক আসতেন। এসেবর পর বোলপুরের লোকের ধারণা হচ্ছে যেহেতু মোদীজি বিশ্ববিদ্যালয়ের আচার্য তাই ওনার নির্দেশেই এসব হচ্ছে। কিন্ত এটাযে উপাচার্যের অপদার্থতা সেটা ওনার (ডঃ বিদ্যুৎ চক্রবর্তী) স্পষ্ট করা উচিত ছিল।’

মেলাগুলি চালাতে উপাচার্যের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। বলেছেন, ‘উপাচার্যের যুক্তি মেলাগুলির জন্য প্রসানিক সহায়তা মেলে না। তাহলে ওনার পূর্বসূরিরা কীভাবে মেলা করতেন?’

অনুপমের প্রশ্ন, ‘মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলেই কী হয়তো বিজেপি ঘেঁষা প্রমাণে মরিয়া উপাচার্য ডঃ বিদ্যুৎ চক্রবর্তী?’ এই বিজেপি নেতা বলেন, ‘উপাচার্য নিজেকে বিজেপি ঘেঁষা প্রমাণে মরিয়া। ওনাকে অধ্যাপক কম, বিজেপি নেতাই বেশি মনে হয়। কিন্তু বিজেপি ঘেঁষা হলে কেন উনি বিশ্বভারতীতে ভর্তি-দুর্নীতিতে অভিযুক্ত শ্যামবাটির এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে ঘোরেন? কেন ওনাকে ১০০-১৫০ নিরাপত্তা রক্ষী নিয়ে চলতে হয় যা মোদীজিও করেন না।’

অমর্ত্য সেনকে ১৩ ডেসিবেল জায়গা ফেরাতে বলে সম্প্রতি নোটিস ধরানো হয়েছে বিশ্বভারতীয় তরফে। এই নিয়ে অনুপম বলেন, ‘অনেক তৃণমূলপন্থীরাও বিশ্বভারতীয় জায়গা দখল করে আছেন। তাঁদের কেন অমর্ত্য সেনের মত নোটিস দেওয়া হল না?’

এই বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য ডঃ বিদ্যুৎ চক্রবর্তীর এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bjp leader anupam hazra criticize visva bharati chancellor bidyut chakraborty