Advertisment

Monteswar: ভোট মিটতেই BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য মন্তেশ্বরে

মন্তেশ্বর বিধানসভা বর্ধমান দুর্গাপুর লোকসভার অধীন। চতুর্থ দফার ভোটের দিন এই মন্তেশ্বরে ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। BJP-র এক বুথ এজেন্টকে বুথে বসাতে গিয়ে পুলিশের সামনেই শাসক দলের কর্মী ও সমর্থকদের চুড়ান্ত বিক্ষোভে নাস্তানাবুদ হতে হয় দিলীপ ঘোষকে। তাঁর রক্ষীদের গাড়ি-সহ সংবাদমাধ্যমের একাধিক গাড়িতেও চলে বেপরোয়া ভাঙচুর। পরে কোনও ক্রমে দিলীপ ঘোষকে নিয়ে তাঁর নিরাপত্তারক্ষীরা ওই এলাকা ছাড়েন।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Bjp leader dead body recovered from Manteswar

মন্তেশ্বর থানার সামনে অবস্থান বিক্ষোভে BJP।

Monteswar: ভোটের দু’দিন পরেই BJP বুথ এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম অভিজিৎ রায়। তিনি ছিলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জামনা অঞ্চলের ১৬৮ বুথের সভাপতি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই মেলে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ। তা নিয়ে এদিন সকাল থেকে বিজেপি নেতা ও কর্মীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Advertisment

মন্তেশ্বর থানার সামনে গিয়ে শুরু হয় বিক্ষোভ। তাঁদের অভিযোগ, তৃণমূলের লোকজনই BJP-র বুথ সভাপতিকে প্রাণে মেরে ঝুলিয়ে দিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভে BJP নেতা ও কর্মীরা। তবে BJP নেতারা এত হইচই ফেলে দিলেও মৃত ব্যক্তির বাবা অরুন রায় অবশ্য তাঁর ছেলের মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই পুলিশকে জানিয়ে দিয়েছেন।

মন্তেশ্বর বিধানসভা বর্ধমান দুর্গাপুর লোকসভার অধীন। চতুর্থ দফার ভোটের দিন এই মন্তেশ্বরে ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। BJP-র এক বুথ এজেন্টকে বুথে বসাতে গিয়ে পুলিশের সামনেই শাসক দলের কর্মী ও সমর্থকদের চুড়ান্ত বিক্ষোভে নাস্তানাবুদ হতে হয় দিলীপ ঘোষকে। তাঁর রক্ষীদের গাড়ি-সহ সংবাদমাধ্যমের একাধিক গাড়িতেও চলে বেপরোয়া ভাঙচুর। পরে কোনও ক্রমে দিলীপ ঘোষকে নিয়ে তাঁর নিরাপত্তারক্ষীরা ওই এলাকা ছাড়েন। এমন ঘটনার পর থেকে তপ্ত থাকে মন্তেশ্বর। তার পর থেকে দু’দিন কাটতে না কাটতে মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়াল। নির্বাচনের দায়িত্বে থাকা জেলার আধিকারিকের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন ।

থানায় বিক্ষোভে অংশ নেওয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিত পোদ্দার বলেন, “আমাদের দলের বুথ সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মৃত্যুকে আত্মহত্যা বলে দেখানোর চক্রান্ত চলছে। এটা তাঁরা কোনওভাবেই মানবেন না। তাঁদের বুথ সভাপতিকে খুনের ঘটনায় শাসকদলের স্থানীয় নেতা ও কর্মীরাই দায়ী। ভোটের একদিন আগে শাসক দলের ওইসব নেতারা অভিজিৎকে হুমকিও দিয়েছিল। ভোটের দিন মন্তেশ্বরের মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। হার নিশ্চিত বুঝেই শাসক দল সন্ত্রাস সৃষ্টি করা শুরু করে দিয়েছে।"

আরও পড়ুন- West Bengal Govt Job Quota: বাংলায় OBC কোটা নিয়ে যুগান্তকারী সুপারিশ! সরকারি চাকরিতে বিরাট সম্ভাবনা তপশিলি জাতি-উপজাতিভুক্তদেরও

যদিও তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “পারিবারিক অশান্তির কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন! কিন্তু বিজেপি নেতারা মিথ্যা অভিযোগ তুলে তৃণমূলের বদনাম করতে চাইছে। মৃত্যু নিয়ে এমন রাজনীতি করতে বিজেপি’ই পারে।"

আরও পড়ুন- West Bengal Govt Job Quota: বাংলায় OBC কোটা নিয়ে যুগান্তকারী সুপারিশ! সরকারি চাকরিতে বিরাট সম্ভাবনা তপশিলি জাতি-উপজাতিভুক্তদেরও

অন্যদিকে, জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মন্তেশ্বরের মৃত ব্যক্তির দেহ উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পারিবারিক অশান্তির কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করছে বলে তাঁর বাবা এদিন দুপুরে মন্তেশ্বর থানায় লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতেও এক তৃণমূল সমর্থকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোসাবার লাহিড়িপুরে এক তৃণমূল সমর্থকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির কাছে একটি বাগান থেকে উদ্ধার হয় মৃতদেহ।

bjp West Bengal BJP Leader loksabha election 2024
Advertisment