/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Maldah-BJp-Chaos.jpg)
বিজেপি দলের দুই নেতা-নেত্রীর মধ্যে চরম হাতাহাতি। ছবি-মধুমিতা দে
মালদায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কর্মিসভা শেষ হতেই হাতিহাতিতে জড়ালেন বিজেপি দলের দুই নেতা-নেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার একটি বেসরকারি ভবনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কর্মিসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় এই কর্মিসভা শেষ হতেই মুখ্যমন্ত্রী মানিক সাহা চলে যান অন্য একটি কর্মসূচিতে যোগদান দিতে। আর তারপরেই ওই বেসরকারি ভবনে শুরু হয় বিজেপি দলের দুই নেতা-নেত্রীর মধ্যে চরম হাতাহাতি।
দলীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির সাহাপুর অঞ্চল কমিটির সদস্য একজন নেতা এবং বিজেপির উত্তর মালদার মহিলা মোর্চার একজন নেত্রীর মধ্যে গোলমাল বাঁধে। বিজেপির মহিলা নেত্রী অভিযোগ, দলেরই এক নেতা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে। যেটা গোলমালের সময় ছবি তুলতে গিয়ে শোনা যায়। কিন্তু সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যেই বিজেপির ওই মহিলা নেত্রী কোনও প্রতিক্রিয়া দেননি।
ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মিসভা শেষ হতেই ধুন্ধুমার কাণ্ড, চরম হাতাহাতি বিজেপির নেতা-নেত্রীর#BJPBengal#ManikSaha#WestBengalpic.twitter.com/b830z3wyH0
— Indian Express Bangla (@ieBangla) March 7, 2024
আরও পড়ুন BJP: বঙ্গ রাজনীতিতে ফের দলবদল! বিজেপিতে ইডি ‘অভিযুক্ত’, সিঁদুরে মেঘ দেখছে RSS?
অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার বিজেপি নেতা অবশ্য এরকম ঘটনার কথা অস্বীকার করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দলের দুই নেতা-নেত্রীর প্রকাশ্যে হাতাহাতির ঘটনার ভাইরাল হতেই চরম অসস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানিয়েছেন, 'এরকম কোনও ঘটনা ঘটে নি। দলের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কে কী ছবি ভাইরাল করেছে সে ব্যাপারে কিছু বলতে পারব না।'