বিজেপি নেতা সব্যসাচী দত্তের নিরাপত্তা বাড়ানো হল। এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন বিধাননগরের প্রাক্তন মেয়র। বুধবার থেকেই সব্যসাচীর নিরাপত্তায় যোগ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। একথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন সব্যসাচী। উল্লেখ্য, দুর্গাপুজোর মুখে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী।
এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে রাজারহাট-নিউটাউনের বিধায়ক বলেন, ‘‘চিঠি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে আমায়। গতকাল কেন্দ্রীয় সরকার, সিআইএসএফ, রাজ্য সরকারের এসবি-র লোকেরা এসেছিলেন। আজ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তায় ১২-১৩ জন রয়েছেন। কেন ওয়াই ক্যাটাগরি দেওয়া হল জানি না’’।
আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে বড় ভাঙন? মমতার বাড়িতে শোভন-বৈশাখী!
উল্লেখ্য, দীর্ঘ জল্পনার পর গত ১ অক্টোবর কলকাতায় অমিত শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন তৃণমূলের সব্যসাচী দত্ত। বিজেপিতে যোগদানের পর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সব্যসাচী বলেছিলেন, ‘‘আমি রীতিমতো শিহরিত-আপ্লুত-অভিভূত। অমিত শাহ গলায় উত্তরীয় পরিয়ে দিয়েছেন, জড়িয়ে ধরেছেন! আমার রীতিমতো শিহরণ হয়েছে। এটা তো নিঃসন্দেহে একটা অন্যরকম অনুভূতি। যোগদানের পর অনেকক্ষণ কথা হয়েছে তাঁর সঙ্গে। তাঁর সামনে আমাকে যোগদান করিয়ে ওই মঞ্চে আমায় যে ভাষণ দিতে বলা হবে, তা ভাবতে পারিনি, আমি আপ্লুত’’।অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সব্যসাচী বলেন, ‘‘তাঁর (মমতা) সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই থাকবে। তাঁকে শ্রদ্ধা করতাম, সেই শ্রদ্ধার সম্পর্ক নিশ্চয়ই থাকবে আগামী দিনেও। তৃণমূলের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তৃণমূলকে মিস করার সেরকম কোনও ব্যাপার নেই’’।