Tapas Roy And Biswarup Dey Relation: দু'জন দুজনকে চেনেন কয়েক দশক ধরে। উভয়ই উত্তর কলকাতার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাগোয়া বৌবাজারের বাসিন্দা। তাপস রায় ও বিশ্বরূপ দে। বৌবাজার অঞ্চলে কংগ্রেসী রাজনীতি করেই দাপুটে নেতা তাপস। বর্তমানে তিনি তৃণমূল ঘুরে বিজেপিতে। কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন তিনি। আর বিশ্বরূপ, ক্রিকেট সংগঠনের লোক। ২০২১য়ের পুর নির্বাচনে ঘাস-ফুল প্রতীকে জিতেছেন ৪৮ নম্বর ওয়ার্ড থেকে। একই দলে থাকাকালীন গত কয়েক বছরে হাতে হাত ধরে তাপস-বিশ্বরূপকে কাজে ঝাঁপাতে দেখা গিয়েছিল। এখনও দু'জনের সম্পর্কও ভাল বলেই খবর। কিন্তু, মঙ্গলবার বৌবাজারের রামকানাই অধিকারী লেনের ভাঙা বাড়ির সামনে দেখা গেল এক বিপরীত চিত্র।
এ দিন দুপুরে ভেঙে পড়ার বাড়ির একদিকে বসেছিলেন তৃণমূল কাউল্সিলর বিশ্বরূপ দে। তখনই সেখানে যান বিজেপি নেতা তাপস রায়। দেখা গেল, উভয়ের চোখাচুখি হলেও কেউ কারোর সঙ্গে কথা বলার সৌজন্য দেখালেন না। কার্যত এড়িয়ে গেলেন একে অপরকে! পরে সংবাদ মাধ্যমে কেউ অন্য জনের নামে বিষোদগারও করেননি।
তাহলে কি পতাকা বদল-ই যত কাল? তাপ-বিশ্বরূপের সম্পর্কের মধ্যে দলীয় পাঁচিল উঠেছে?
প্রশ্নেরজবাবে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বললেন, 'কাউন্সিলরকে কিছু বলে অস্বস্তিতে ফেলে লাভ নেই। আমি ওকে ছোট থেকে চিনি এবং জানি। ওর বাবা এখানে কাউন্সিলর ছিলেন। আমি নিজেও ১০ বছর কাউন্সিলর ছিলাম। আমি যা পরামর্শ দেওয়ার কতা ক্ষতিগ্রস্থ বাড়়ির বাসিন্দাদের বলেছি। কলকাতা পুরসভার কমিশনার এবং পুলিশ কমিশনারকেও চিঠি দিতে বলেছি।'
বর্ষীয়ান রাজনীতিক তাপস রায়ের সঙ্গে কথা না হওয়া নিয়ে বিশ্বরূপ বলেন, 'মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যেমন হওয়া উচিত তাপসদার সঙ্গেও আমার সম্পর্ক তেমনই। আমি সবসময়ই সৌজন্যের রাজনীতি করে থাকি। আজকে তাপসদা আমাদের দল ছেড়ে অন্যত্র গিয়েছেন। আমাদের পথ আলাদা। আমি আমার দলের কথা বলব, তাপসদা ওঁর দলের কথা বলবে। সবাই সব কিছু সোজা ভাবে নিতে পারেন না। তাপসদার সঙ্গে কথা বললে অন্য রকম গসিপ হত। তাপসদা বড় নেতা। আমি চুনোপুঁটি। আমাকে নিয়ে গসিপ শুরু হয়ে যাবে। সেই কারণেই দূরে থাকা।'