scorecardresearch

ময়নায় বিজেপি নেতার ‘খুন’! হাইকোর্টের নির্দেশে ধাক্কা রাজ্য পুলিশের

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত।

division bench did'nt given stay on order of single bench in municipal recruitment corruption case
কলকাতা হাইকোর্ট।

ময়নার নিহত বিজেপি নেতার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করতে হবে। রাজ্যের ২ ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। পরিবার চাইলে ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার এবং ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল।

বিচারপতি বুধবার আরও নির্দেশ দেন, এখন তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ময়নাতদন্তের পর আবার ফেরত নিয়ে যেতে হবে। চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে ঘটনার রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

হাইকোর্টের নির্দেশ, তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা-সহ বাকি উপযুক্ত ধারা এফআইআরে যুক্ত করতে হবে। মঙ্গলবার আদালতে রাজ্য জানিয়েছে, মাথায় গুলি লেগেই মৃত্যু হয়েছে বিজেপি নেতা বিজয়কৃষ্ণের। দ্বিতীয় ময়নাতদন্তে তাঁদের কোনও আপত্তি নেই।

আরও পড়ুন বুথ সভাপতি খুনের প্রতিবাদে ময়নায় ১২ ঘণ্টার বনধ বিজেপির, রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

এদিন বিচারপতির মন্তব্য, “এই মুহূর্তে আমার কাছে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি হল কীভাবে ওই বিজেপি নেতার নিখোঁজ হলেন আর কীভাবে তাঁর মৃত্যু হল, পুলিশের কাজের পদ্ধতি এবং সত্য খোঁজার পদ্ধতি, নিহতের পরিবারের নিরাপত্তা, যাঁদের নামে অভিযোগ করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে?”

বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগে আজ, বুধবার পূর্ব মেদিনীপুরের ময়নায় ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এদিন সকাল থেকে বন্ধ দোকানপাট। বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বিজেপি পিকেটিং বসিয়েছে। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bjp leaders death in moyna calcutta hc directs second post mortem