পঞ্চায়েত ভোটের মাত্র ৯ দিন আগে ফের 'খুন'? খুন করে বিজেপি নেতার দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবার ও বিজেপি নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বলপাই গ্রামের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপিক তোলা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এর আগে ময়না এবং হাঁসখালিতেও বিজেপি নেতাদেরকে খুনের অভিযোগ উঠেছিল।
ফের খুন। এবার খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। সবংয়ে বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তকে খুনের অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিন চারেক আগেও দলের প্রচারে বেরিয়েছিলেন ওই বিজেপি নেতা। তখনও দীপককে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে বলা হয় বলে অভিযোগ। এমনকী তৃণমূলে যোগ না দিলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দলীয় নেতা খুনে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন- কিষেণজির নাম নিয়ে তৃণমূলকে তুফানি হুংকার! জঙ্গলমহলে ‘বোমা’ ফাটালেন শুভেন্দু
নিহতের পরিবারও তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনায় তৃণমূলের যোগ নেই বলেই দাবি জোড়াফুলের নেতাদের। এদিকে, বিজেপি নেতার রহস্যমৃত্যু প্রসঙ্গে সংবাদমাধ্যমে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে। সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অন্যায়। কোনও প্রমাণ তো এখনও হয়নি।'