Advertisment

Sandeshkhali Incident: বাম-বিজেপির জোড়া বিক্ষোভ কর্মসূচি, নিরাপত্তার বজ্র আঁটুনি বসিরহাট এসপি অফিসে

জোড়া কর্মসূচি উপলক্ষ্যে বসিরহাটের এসপি অফিসের ৫০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কার্যত দুর্গে পরিত হয়েছে এসপি অফিস।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali Incident, Left Front, BJP

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার জোড়া কর্মসূচি বাম-বিজেপির। ছবি-সংগৃহীত

সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার জোড়া কর্মসূচি বাম-বিজেপির। বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। বেলা ১২টা থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পর দুপুরে আবার বামেদেরও এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। জোড়া কর্মসূচি উপলক্ষ্যে বসিরহাটের এসপি অফিসের ৫০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কার্যত দুর্গে পরিত হয়েছে এসপি অফিস।

Advertisment

এসপি অফিসের কাছাকাছি রয়েছে বসিরহাট আদালত। সেটাও ৫০০ মিটারের মধ্যেই রয়েছে। তাই আদালত চত্বরের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার সন্ধেয় সন্দেশখালি কাণ্ডে জামিন পাওয়ার পরেও ফের অন্য একটি মামলায় বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করে পুলিশ।

জামিন পেয়ে আদালত থেকে বেরোনোর পথেই পুলিশ তাঁকে আবার গ্রেফতার করে। একই ভাবে জামিন পেলেও আবার গ্রেফতার হন সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারও। কেন আবার তাঁদের গ্রেফতার করা হল তার ব্যাখ্যাও দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে তা মানতে নারাজ বিরোধীরা। গ্রেফতার, জামিন, তার পর আবার গ্রেফতারির ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও করার কর্মসূচি রয়েছে সুকান্তের।

আরও পড়ুন Sandeshkhali: কড়া নজর রাখছে বিজেপি, মঙ্গলে কী ঘটতে চলেছে থমথমে সন্দেশখালিতে?

এদিকে, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে বামেরাও পুলিশ সুপারের অফিসে অভিযান করবে। পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তাঁদের। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এসপি অফিসের সামনে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মজুত রাখা হয়েছে জলকামান। নিরাপদ সর্দারকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত।

অন্যদিকে, আজ, মঙ্গলবারই সন্দেশখালি যাচ্ছে শাসকদল তৃণমূলের প্রতিনিধি দল। নৈহাটির বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে সন্দেশখালিতে। সেই প্রতিনিধি দলে থাকার কথা জেলার বিধায়ক নারায়ণ গোস্বামীর। কিন্তু সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা! যে জন্য বিরোধীদের সেখানে যেতে বাধা দিচ্ছে পুলিশ। তবে কি শাসকদলের জন্য অন্য নিয়ম? তৃণমূল সূত্রে খবর, যে সমস্ত এলাকায় ১৪৪ ধারা জারি নেই, সেখানেই যাবে প্রতিনিধি দল। সবমিলিয়ে, সোমবারের পর মঙ্গলবারও উত্তেজনার সম্ভাবনা সন্দেশখালি-সহ বসিরহাটে।

West Bengal West Bengal Police CPIM bjp Sandeshkhali
Advertisment