সোমবার দ্বিতীয়া তিথিতে কলকাতায় পুজোর উদ্বোধনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই আবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু শাহের সফর এবং কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বাকি বিধায়করাও সেদিন শাহের সঙ্গেই থাকবেন। তাই বিধানসভার অধিবেশনে যোগ দিচ্ছে না বিজেপির পরিষদীয় দল।
জানা গিয়েছে, দ্বিতীয়া তিথিতে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই পুজোর উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবারে তাঁদের থিম অযোধ্যার রামমন্দির। চব্বিশের লোকসভা ভোটের অযোধ্যায় রামমন্দির নির্মাণ বিজেপির বড় তাস। সেই লক্ষ্যেই কলকাতায় রামমন্দির থিমে দুর্গাপুজো স্বভাবতই লোকসভায় মাইলেজ দেবে বঙ্গ বিজেপিকে। সেই পুজোর উদ্বোধনে আসছেন শাহ।
শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা ওইদিন থাকব না। বিধায়করা সবাই পুজোয় ব্যস্ত থাকবেন। আমাদের বিল নিয়ে কোনও আগ্রহ নেই। ওরা আনছে, ওরা ওদের মতো পাশ করাবে। উল্লেখ্য, শুক্রবারই আচমকা ঘোষণা করা হয়, সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন বসবে। গত অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত কার্যকর করতে দুটি বিলে সংশোধন প্রয়োজন। তাই জন্য এই একদিনের বিশেষ অধিবেশন।
আরও পড়ুন মহালয়ায় মহাচমক অভিষেকের, রাজনীতি নয়, একেবারে অন্য ভূমিকায় মমতার ভাইপো
অধিবেশনের বিষয়টি বিজেপির পরিষদীয় দলকে জানানো হয়। কিন্তু সোমবারই কয়েক ঘণ্টার জন্য কলকাতায় আসবেন শাহ। শাহের এই সফর ঘিরে ব্যস্ত থাকবেন শুভেন্দু অধিকারী। সারাদিন শাহের কলকাতায় পা রাখা থেকে ফিরে যাওয়া পর্যন্ত যাবতীয় তদারকিতে থাকবেন শুভেন্দু। তাই তাঁর পক্ষে অধিবেশনে যোগ সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। কার্যত বিরোধীশূন্য ভাবেই অধিবেশন চলবে সেদিন।