Advertisment

Bjp Mahila Morcha is prevented by Police: 'সিঙ্গুর থেকে শুরু, সন্দেশখালিতেই শেষ তৃণমূলের', পুলিশের তুমুল বাধায় ভয়ঙ্কর হুঁশিয়ারি লকেটদের

Sandeshkhali-Bjp: ফের সন্দেশখালি যাওয়ার পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে। দ্বীপাঞ্চলে ১৪৪ ধারা জারির কথা জানিয়ে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষদের বাধা দেয় বিধাননগর মহিলা কমিশনারেটের পুলিশকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় নিউটাউনের রাস্তায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রতিনিধিরা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান ভারতী ঘোষ। পরে লকেট-ভারতী-অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির আরও বেশ কয়েকজন প্রতিনিধিকে পুলিশ আটক করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp Mahila Morcha stopped by police on the way of sandeshkhali

locket chatterjee: বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ফাইল ছবি।

Bjp Mahila Morcha-Sandeshkhali: নিউটাউনের রাস্তায় ধুন্ধুমার। গত ২৩ ফেব্রুয়ারির পর আজ ফের একবার সন্দেশখালিতে (Sandeshkhali) যাওয়ার চেষ্টা করেছিল BJP মহিলা মোর্চা। মহিলাদের এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimita Paul), ভারতী ঘোষ (Bharati Ghosh)-সহ অন্যরা। এদিন সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনেই (Newtown) তাঁদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় লকেট-ভারতী-অগ্নিমিত্রাদের। রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রতিধিদের। আটক করা হয় লকেট, অগ্নিমিত্রা, ভারতী-সহ আরও বেশ কয়েকজন বিজেপি নেত্রীকে।

Advertisment

সন্দেশখালি যাত্রা ঘিরে ফের একবার ধুন্ধুমার কাণ্ড। সন্দেশখালির বহু আগে কলকাতা (Kolkata) লাগোয়া নিউটাউনেই আবারও বিজেপি মহিলা মোর্চাকে বাধা পুলিশের। লকেট চট্টোপাধ্যায়দের অভিযোগ, সন্দেশখালিতে ১৪৪ ধারা (Section 144) জারি থাকার কথা জানিয়ে পুলিশ তাঁদের পথ আটকেছে। যদিও পুলিশের তরফে লিখিত কোনও নির্দেশিকা দেখানো হয়নি বলে দাবি বিজেপির।

এদিন পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে বিজেপি নেত্রী ভারতী ঘোষকে। ধাক্কাধাক্কিতে রাস্তাতেই পড়ে গিয়েছিলেন ভারতী। তাঁকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গে ব্যাপক বচসায় জড়িয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালেরাও। পরে তাঁদেরও গাড়িতে তোলে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: বিজেপিতে ‘অভিষেক’ অভিজিতের, আজই শুরু সেকেন্ড ইনিংস

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "সিঙ্গুর থেকে শুরু সন্দেশখালিতেই শেষ তৃণমূলের। তথ্য লুকোতেই বাধা দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ বলছে, 'নাটক করছেন?'। ওরা মারছে, ঠেলছে। এদের উর্দি খুলে নেবে মহিলারা। মহিলাদের সম্মান দেন না মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ১৪৪ ধারা জারির অর্ডারও দেখাতে পারেনি।" এদিন একইভাবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষদেরও।

আরও পড়ুন- Success Story: ইষ্পাতকঠিন জেদ আর অফুরান ইচ্ছাশক্তিতে দুর্ধর্ষ সাফল্য! ‘কামাল’ ছোটাচ্ছেন অ্যাসিড আক্রান্ত মহিলা

police Sandeshkhali bjp
Advertisment