Advertisment

Sandeshkhali: সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন BJP-র মাম্পি, জামিন আবেদনে সাড়া দিল হাইকোর্ট?

Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বিজেপিনেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাস। নিম্ন আদালত মাম্পির ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন মাম্পি দাস।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp mampi alias piyali das gets bail in sandeshkhali case

কলকাতা হাইকোর্ট।

Sandeshkhali: জামিন পেলেন সন্দেশখালির (Sandeshkhali) বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাস (Piyali Das)। এদিন কলকাতা হাইকোর্ট মাম্পির গ্রেফতারিতে নিম্ন আদালতের নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এদিন মামলার শুনানির শুরুতেই মাম্পিকে জামিন দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শেষমেশ হাইকোর্ট এই মামলায় মাম্পিকে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে জামিন দিয়েছে।

Advertisment

সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বিজেপিনেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাস। নিম্ন আদালত মাম্পির ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন মাম্পি দাস। নির্দিষ্ট এই মামলাটিতে পুলিশ কেস ডায়েরি দেখায়নি বলে অভিযোগ উঠেছে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন এই মামলায় মাম্পির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকী মাম্পি কোন কোন অপরাধের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, সেটিও স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি।

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন বিজেপিনেত্রী মাম্পি দাস। এদিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি জয় সেনগুপ্ত জানান, মাম্পি দাসকে জামিন দেওয়া উচিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেও ডেকে পাঠান বিচারপতি। তারপরেই রায় ঘোষণা করেন তিনি।

Sandeshkhali highcourt bjp
Advertisment