Advertisment

Agnimitra Paul: এমনটা যে হতে পারে কল্পনাও করেননি অগ্নিমিত্রা! প্রচারে সাংঘাতিক অভিজ্ঞতা BJP প্রার্থীর

Lok Sabha Election 2024: জমে উঠেছে লোকসভার লড়াই। ইতিমধ্যেই দুই পর্বে নির্বাচন মিটেছে। এবার পালা তৃতীয় দফার। তার আগে শাসক-বিরোধী সব পক্ষই ভোটের প্রচারে ঝড় তুলেছে। মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতনে প্রচারে গিয়েছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দাঁতনের কুসমি এলাকায় প্রচারে গিয়েই এমন অভিজ্ঞতার সাক্ষী হতে হল তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp Medinipur Agnimitra Paul lok sabha election 2024

Agnimitra Paul: মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Agnimitra Paul: নজিরবিহীন বিক্ষোভের মুখে মেদিনীপুর (Medinipur) লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার তীব্র গরম উপেক্ষা গরমেই দাঁতনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন BJP নেত্রী। সেই সময়ে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানোর সঙ্গেই ওঠে গো-ব্যাক স্লোগান।

Advertisment

জমে উঠেছে লোকসভার লড়াই (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই দুই পর্বে নির্বাচন মিটেছে। এবার পালা তৃতীয় দফার। তার আগে শাসক-বিরোধী সব পক্ষই ভোটের প্রচারে ঝড় তুলেছে। মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতনে প্রচারে গিয়েছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দাঁতনের কুসমি এলাকায় যেতেই এদিন তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন মহিলা।

আরও পড়ুন- Summer Destinations: গরমের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা! হৃদয় জুড়োবে উত্তরবঙ্গের অসাধারণ এই পাহাড়ি গ্রাম

প্রচারের শুরুতেই এদিন দাঁতনে এই বাধার মুখে পড়ে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পাল এদিন বলেন, "ওদের চুরি যাতে জনমানসে বেরিয়ে না আসে তার জন্য সুপ্রিম কোর্টে দৌড়ে বেড়াচ্ছে। যারা এতদিন চুরি করেছে তারা নিজেদের সৎ দেখাতে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে।"

আরও পড়ুন- Agitation Against Rekha Patra: লাঠি-বাঁশ হাতে গ্রামবাসীদের ধাওয়া, গাড়ি ঘুরিয়ে কোনক্রমে পালিয়ে বাঁচলেন বিজেপির রেখা

যদিও BJP প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে এই বিক্ষোভের পিছনে তৃণমূলের যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। বরং তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী।

Agnimitra Paul tmc bjp loksabha election 2024
Advertisment