/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Agnimitra-Paul.jpg)
Agnimitra Paul: মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
Agnimitra Paul: নজিরবিহীন বিক্ষোভের মুখে মেদিনীপুর (Medinipur) লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার তীব্র গরম উপেক্ষা গরমেই দাঁতনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন BJP নেত্রী। সেই সময়ে তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানোর সঙ্গেই ওঠে গো-ব্যাক স্লোগান।
জমে উঠেছে লোকসভার লড়াই (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই দুই পর্বে নির্বাচন মিটেছে। এবার পালা তৃতীয় দফার। তার আগে শাসক-বিরোধী সব পক্ষই ভোটের প্রচারে ঝড় তুলেছে। মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতনে প্রচারে গিয়েছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দাঁতনের কুসমি এলাকায় যেতেই এদিন তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন মহিলা।
প্রচারের শুরুতেই এদিন দাঁতনে এই বাধার মুখে পড়ে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পাল এদিন বলেন, "ওদের চুরি যাতে জনমানসে বেরিয়ে না আসে তার জন্য সুপ্রিম কোর্টে দৌড়ে বেড়াচ্ছে। যারা এতদিন চুরি করেছে তারা নিজেদের সৎ দেখাতে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে।"
যদিও BJP প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে এই বিক্ষোভের পিছনে তৃণমূলের যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বের। বরং তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী।