Advertisment

BJP: 'নতুন এসেছেন, নিয়ম জানেন না', শুভেন্দুকে তুলোধনা BJP-সংখ্যালঘু সেল সভাপতির

Jamal Siddiqui on Suvendu Adhikari: নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্প্রতি দলের সংখ্যালঘু সেলের প্রয়োজনীয়তা নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। যা ঘিরে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়। প্রকাশ্যে কেউ কিছু না বললেও BJP-র অন্দরে আলোচনা বাড়তে থাকে। এবার BJP-র সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকীর মন্তব্য জল আরও ঘোলা করল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari skips bjp core committee meeting

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Jamal Siddiqui-Suvendu Adhikari: আর চুপ থাকতে পারলেন না। শুভেন্দু অধিকারীর BJP-র সংখ্যালঘু সেল নিয়ে করা মন্তব্যে বেজায় চটেছেন জামাল সিদ্দিকী। BJP-র সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি তিনি। শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু সেল নিয়ে করা মন্তব্য 'কান্ডজ্ঞানহীন' বলেও মন্তব্য করেছন তিনি।

Advertisment

শুভেন্দুকে তুলেধনা করে কী বলেছেন জামাল সিদ্দিকী (Jamal Siddiqui)?

"শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। BJP-তে উনি নতুন এসেছেন। তাই হয়তো দলের নিয়মকানুন জানেন না। আগে BJP দলটা সম্পর্কে জানতে হবে ওঁকে।"

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার সায়েন্স সিটিতে দলেরই সভায় BJP-র সংখ্যালঘু মোর্চা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ্য সভামঞ্চ থেকে শুভেন্দুকে বলতে শোনা যায়, "দলে সংখ্যালঘু মোর্চার আর দরকার নেই।"

ভরা মঞ্চে শুভেন্দু এও বলেন, "আমি বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সব কা সাথ সব কা বিকাশ। তবে আর বলব না। বলব, যো হামারি সাথ হাম উন কা সাথ। সব কা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড ফর সংখ্যালঘু মোর্চা।"

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো!’, শুভেন্দুর মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড়

বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও BJP-র অন্দরে আলোচনা বাড়তে থাকে। এবার BJP-র সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকীর মন্তব্য জল আরও ঘোলা করল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

bjp Suvendu Adhikari Minority
Advertisment