ফের বিতর্কিত মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপণ মজুমদার। গত ৩১ ডিসেম্বর তাঁর নিদান ছিল, 'ওসি-আইসিদের মাথা ফাটিয়ে থানা জ্বালিয়ে দিন।' আর এদিন বললেন, 'রক্তগঙ্গা বইয়ে দেব।' বিধায়কের হুঁশিয়ারি ঘিরে শোরগোল পড়েছে।
কী বলেছেন স্বপন মজুমদার?
উত্তর ২৪ পরগনা বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা সহ ১২ দাবি নিয়ে বিজেপির পক্ষ থেকে বিডিও-কে ডেপুটেশন দেওয়া হয়। যার নেতৃত্বে ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখানেই প্রসানকে শাসকের প্রতি পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন বিধায়ক। এছাড়া আসন্ন পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে করানোর দাবি জানান।
স্বচ্ছ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করাতে দলীয় কর্মীদের কী কী করণীয় তাও বাতলে দেন বিধায়ক স্বপন মজুমদার। একেবারে হুঁশিয়ারির সুরেই বলেন, 'ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে প্রত্যেক বুথে আমাদের শয়ে শয়ে কার্যকর্তা আাদের ঝান্ডা হাতে এগিয়ে আসুন। প্রত্যেক পোলিং এজেনেট্রে জন্য আমনারা খাবেব ব্যবস্থা করবেন। তবে গ্যাস ওভেন রাখবেন না। ওইদিন চ্যালাকাঠ। উনুনই রাখবেন। বলবেন আমরা রান্নার করার জন্য চ্যালাকাঠ এনেছি। যদি স্বচ্ছভাবে ভোট হয় তাহলে ভালো ওটা দিয়ে রান্ন করে খাবেন। আর তা না হলে যারা মস্তানি, গুন্ডামি, রিগিং করতে আসবে, সে প্রশাসনই হোক বা তৃণমূলের গুন্জাবাহিনী হোক তাদের পিঠে ওই চ্যালাকাঠ ভাঙবেন। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। সুষ্ঠভাবে ভোট হলে কোনও আপত্তি নেই। কিন্তু অশান্তির চেষ্টা হলে আমরা এখানে রক্তগঙ্গা বইয়ে দেব। কিন্তু, মানুষকে অধিকার থেকে বঞ্চিত হতে দেব না।'
এর আগে বিজেপি কর্মী দিলীপ বৈদ্যকে মারধরের প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অশোকনগর থানার কাছে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সেখানে গরমাগরম ভাষণে স্বপনবাবু বলেছিলেন, 'আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যে এই কাজ করেছে, তাকে গ্রেফতার করা হোক। নইলে ওই থানায় আগুন লাগিয়ে দিন। নিচুতলারগুলো এই কাজ করেন না। ওসি এবং আইসিদের মাথা ফাটিয়ে দিন। ওদের মদতেই গরিব মানুষগুলোকে বঞ্চিত করা হচ্ছে।'