Advertisment

Bhupatinagar OC vs BJP MLA: বিতর্কে ভূপতিনগরের ওসি, বিরাট পদক্ষেপ বিজেপি বিধায়কের

Bhupatinagar Police Station OC: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বিজেপি বিধায়ক এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন রবীন্দ্রনাথ মাইতি। কমিশনের কাছে তাঁর অভিযোগ, রাজনৈতিক ব্যক্তির মতো আচরণ ওসির। নির্দিষ্টে একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছেন ওসি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhupatinagar PS

ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।

Bhupatinagar Police Station OC: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বিজেপি বিধায়ক এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন রবীন্দ্রনাথ মাইতি। কমিশনের কাছে তাঁর অভিযোগ, রাজনৈতিক ব্যক্তির মতো আচরণ ওসির। নির্দিষ্টে একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছেন ওসি।

Advertisment

সোমবার রাতে ওই ওসির সঙ্গে বিধায়কের একটি তর্কাতর্কির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বিধায়ক অভিযোগ করেন, সার্চ ওয়ারেন্ট ছাড়া তাঁর কার্যালয়ে ঢুকে এক বিজেপি নেতাকে তুলে নিয়ে যেতে এসেছিল পুলিশ। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার হাইকোর্টে একটি মামলার শুনানিতেও এই প্রসঙ্গ তোলেন এক বিজেপি নেতার আইনজীবী। তাঁর অভিযোগ, সোমবার আদালতের নির্দেশের পর ভূপতিনগর থানার ওসি বিজেপির পার্টি অফিসে গিয়ে হুমকি দিয়েছেন।

পুলিশের অবশ্য যুক্তি, একটি হাসপাতালের উপরে বিজেপির পার্টি অফিস রয়েছে। সেখানে গিয়েছিল পুলিশ। বিজেপি বিধায়কের অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা চাপিয়ে দিচ্ছেন ওসি। একজন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন। তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন বিধায়ক।

আরও পড়ুন Bhupatinagar Police Station: NIA আধিকারিকদের উপর হামলা, ঘটনার তিনদিন পরেও অধরা অভিযুক্তরা

এদিকে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। ঘটনার তদন্ত করছে ভূপতিনগর থানার পুলিশ। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। কেন এখনও কেউ ধরা পড়ল না তা নিয়ে মুখে কুলুপ পুলিশের।

bjp Calcutta High Court West Bengal Police loksabha election 2024 Bhupatinagar NIA Investigation
Advertisment