মুখ হিরণ! 'মাস্টারস্ট্রোক' বিজেপির! বিরাট দায়িত্বে অভিনেতা-বিধায়ক

বছর ঘুরলেই লেকাসভা নির্বাচন। তার আগে ঘর গোছানোর তুমুল ব্যস্ততা শাসক-বিরোধী শিবিরে।

বছর ঘুরলেই লেকাসভা নির্বাচন। তার আগে ঘর গোছানোর তুমুল ব্যস্ততা শাসক-বিরোধী শিবিরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Fake educational qualification mentioned in election affidavit of Hiran Chatterjee claim by aap

Hiran Chatterjee: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছানোর তুমুল ব্যস্ততা শাসক-বিরোধী শিবিরে। শাসকদল তৃণমূলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপিতেও সাংগঠনিক শক্তি চাঙ্গা করার ব্যস্ততা তুঙ্গে। সেই লক্ষ্যেই এবার দলের যুব সংগঠনে বড়সড় বদল গেরুয়া শিবিরের। দলে বিরাট দায়িত্ব পেলেন অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে দলের একাধিক শাখার দায়িত্বে বদল ঘটাল রাজ্য বিজেপি।

বিজেপিতে কোন পদ পেলেন হিরণ?

Advertisment

দলের যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হিরণের সম্পর্ক অম্লমধুর হলেও শুভেন্দু অধিকারীর বেশ ঘনিষ্ঠ বলেই পররিচিত হিরণ। শুভেন্দু ঘনিষ্ঠতার জেরেই কি এবার বিজেপিতে বড় পদ হিরণের? তা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে।

এর আগে বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনীল খাঁ। তবে বঙ্গ রাজনীতিতে ইন্দ্রনীল সেভাবে পরিচিত মুখ নন। সেই কারণেই হিরণের মতো জনপ্রিয় অভিনেতাকে দলের যুব মোর্চার ইনচার্জ করে যুব সংগঠনকে চাঙ্গা করার চেষ্টায় সুকান্ত-শুভেন্দুরা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল দলের যুব সংগঠনের ভার সঁপেছে অভিনেত্রী সায়নী ঘোষের কাঁধে। এবার যুব সংগঠনের ক্ষেত্রেও তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিতে সায়নীর পাল্টা বিজেপির বাজি হিরণ।

Advertisment

আরও পড়ুন- শিশির অধিকারীকে প্রণাম, কয়েক ঘণ্টাতেই ‘কাঁদানো ফল’ পেলেন তৃণমূলের পুরপ্রধান

এছাড়াও দলের মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চার দায়িত্বেও বদল এনেছে রাজ্য বিজেপি। বিজেপির মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রমিতা দত্তকে। শ্যামচাঁদ ঘোষ পেয়েছেন কিষাণ মোর্চার ইনচার্জ পদের দায়িত্ব। এসসি মোর্চার ইনচার্জ করা হয়েছে রথীন ঘোষকে।

আরও পড়ুন- Premium: মনে আছে ক্যাপ্টেন স্পার্কের র‍্যাক্সিটকে? সত্যজিৎ রায় সুযোগ পেলেই যেতেন ওঁর সংগ্রহশালায়

এসটি মোর্চার ইনচার্জ ক্ষুদিরাম টুডু, ওবিসি মোর্চার ইনচার্জ মনোজ পাণ্ডে এবং সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হয়েছে মাফুজা খাতুনকে। এছাড়াও দলের মিডিয়া সেলের ইনচার্জ করা হয়েছে তুষারকান্তি ঘোষকে। মিডিয়া সেলের কো-ইনচার্জ কেয়া ঘোষ ও কালীচরণ শাহ।

bjp West Bengal Hiran Chatterjee