বিয়ের ১১ দিনের মাথায় বধূনির্যাতনের অভিযোগ উঠেছে রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। নিজের অবস্থান না জানিয়েই এরপর থেকেই বাবা ও ভাইকে নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন বিধায়ক। 'অস্বস্তি'-তে পড়েছে বিজেপি। জানা গিয়েছে, বেপাত্তা হলেও দলের বেশ কয়েকজন রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে। অবস্থান স্পষ্ট না করে কেন তাঁর এই পদক্ষেপ তা নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন মুকুটমণি।
সূত্রের খবর, রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বঙ্গ বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন যে- আদালত বধূনির্যাতন মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেই প্রকাশ্যে এসে স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। আপাতত তিনি, এমএলএ-এমপি-দের আদালতে জামিনের আবেদন জানিয়েছেন। এছাড়াও, পৃথক ভাবে আদালতে জামিনের আবেদন জানিয়েছেন মুকুটমণির বাবা ও ভাই।
মুকুটমণি ইস্যুতে বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান হল- ব্যক্তিগত ভাবে দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তিনিই অভিযোগের জবাব দেবেন। দলের এ বিষয়ে এখনও কিছু বলার নেই।
গত ৭ জুন বিজেপি বিধায়কের স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী কলকাতার তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিয়ের পর দিন থেকেই মুকুটমণি ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের চাপ, কোটি টাকা চাওয়া, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন স্বস্তিকা। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ বিজেপি বিধায়ককে ডেকে জেরার প্রস্তুতি শুরু করেছে। যেকোনও দিন মুকুটমণি অধিকারীর ঠিকানায় পৌঁছতে পারে সমন।