মাত্র ১১ দিন হয়েছে বিয়ের। তার মধ্যেই স্বামীর বিরুদ্ধে থানায় বিজেপি বিধায়কের স্ত্রী। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। গত বুধবার ৭ জুন অভিযোগ করেছেন চিকিৎসক বিধায়কের স্ত্রী। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, বিধায়কের বিরুদ্ধে বধু নির্যাতনের পাশাপাশি, তোলাবাজি, বিশ্বাসভঙ্গ, আটকে রাখা এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন স্বস্তিকা। উল্লেখ্য, গত ২৮ মে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন মুকুটমণি এবং স্বস্তিকা। কিন্তু বিয়ের ১১ দিনের মাথায় কী এমন হল যে থানায় গেলেন স্ত্রী! তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, মুকুটমণি এবং তাঁর স্ত্রী দীর্ঘদিনের পরিচিত। সদ্য বিয়ে করেছেন। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করায় তাজ্জব সকলে।
আরও পড়ুন উত্তপ্ত ঠাকুরবাড়ি, বন্ধ করা হল মন্দির, ধুন্ধুমারের মধ্যেই শান্তনু ঠাকুরকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের
প্রসঙ্গত, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুটমণি। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্য রাজনীতির শিরোনামে আসেন। রানাঘাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয় তাঁকে। কিন্তু রাজ্য সরকারি চিকিৎসককে চাকরি থেকে ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। শেষ পর্যন্ত ভোটে দাঁড়াতে পারেননি মুকুটমণি। ওই কেন্দ্রে ভোটে দাঁড়ান জগন্নাথ সরকার। তিনি জয়লাভ করেন।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুকুটমণির সম্পর্ক ভাল। শাহের সুপারিশেই তাঁকে ভোটে টিকিট দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত ভোটে লড়তে পারেননি তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে ফের প্রার্থী করে বিজেপি। রানাঘাট দক্ষিণ কেন্দ্র মতুয়া অধ্যুষিত। সেই কেন্দ্রে দাঁড়িয়ে জেতেন মুকুটমণি। একবার ফের শিরোনামে তিনি। এবার স্ত্রী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।