/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Tapasi.jpg)
হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল
রাজ্যের ৬ জেলায় ভয়াবহ আকার নিয়েছে বন্যা পরিস্থিতি। জনজীবন বিপর্যস্ত, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জলস্তর। বহু মানুষ ঘরছাড়া, কেউবা শেষ সম্পদ হিসাবে ঘর আঁকড়ে পড়ে রয়েছেন। এই অবস্থায় মানুষের ক্ষোভ বাড়ছে প্রশাসন, জনপ্রতিনিধিদের উপর। সদ্য সমাপ্ত নির্বাচনের পর মানুষের জন্য কাজ করা নেতা-বিধায়করা অনেকই বেপাত্তা। জল ডুবে এলাকা, অথচ বিধায়ক-কাউন্সিলরের দেখা নাই!
এই অবস্থায় জনপ্রতিনিধিদের দেখলেই রুদ্রমূর্তি ধারণ করছেন বন্যা দুর্গত মানুষ। তেমনটাই হল হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের সঙ্গে। সিপিএম থেকে বিজেপিতে যাওয়া বিধায়ককে পেয়ে ক্ষোভের আগুন উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। জলবন্দি এলাকায় বিক্ষোভের মুখে পড়েন তাপসী। ঘণ্টা দেড়েকের ব্যবধানে বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
আরও পড়ুন বানভাসি দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি! শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত, জানাল হাওয়া অফিস
বৃহস্পতিবার হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডে দুজনই গিয়েছিলেন পরিদর্শনে। টানা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়া পুরসভার বহু এলাকা। এই ওয়ার্ডের একাংশ জলের তলায়। শ্রাবণী ব্লকে গেলে এদিন ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। ক্ষিপ্ত বাসিন্দারা বলতে থাকেন, "চলে যাও, ঢুকতে দেব না। আমরা ঢুকতে দেব না, আপনার আগে আসা উচিত ছিল। লোকগুলো খাবে কী?" পাল্টা বিধায়ক বলেন, "আমি প্রতিদিনই আসি। প্রতিদিন দেখতে পাই না। আজকে দেখতে পাচ্ছি।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Tapasi-Mandal.jpg)
অনেকের অভিযোগ, "ভোটের সময় বলেছিল আমাকে ভোট দিন। আর ভোট শেষ হতেই দিদি টাটা!" এই বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তাপসী মণ্ডলের। অভিযোগ, তৃণমূলের সদস্যরা বাসিন্দাদের উস্কে দিয়েছে। এদিকে, ওই ওয়ার্ডের হৈমন্তী ব্লকে আবার বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় কাউন্সিলর। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। এতে দুই দলের রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us