BJP VS BJP In Darjeeling: হুঙ্কার ছিল, যা শনিবার কার্যত বাস্তবায়িত হল। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে নামলেন কার্শিয়াংয়ের পদ্ম বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। শনিবারই মনোনয়ন জমা করেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা!
ভূমিপুত্রকে প্রার্থী চাই ও পৃথক রাজ্যের দাবিতে আগেই সোচ্চার হয়েছিলেন এই বিজেপি বিধায়ক। ঘোষণা করেছিলেন, ফের বহিরাগত কাউকে দল প্রার্থী করলে তিনি নিজেই নির্দল হয়ে ভোটে লড়বেন। গত মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চা পার্টির সদরদফতর সিংহামারিতে বিমল গুরুংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিষ্ণুবপ্রসাদ শর্মা। তারপরই নিজের হুঁশিয়ারি এ দিন বাস্তবে করে দেখালেন বিষ্ণুপ্রসাদ। তবে, শেষপর্যন্ত ভোটে লড়েন, নাকি দলীয় নেতৃত্বের পরামর্শে মনোনয়ন প্রত্যাহার করেন সেদিকেই এখন নজর।
মনোনয়ন জমা করে শনিবার বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন, 'বিজেপি বহিরাগত প্রার্থীকে গত তিনবার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। অথচ ধামাচাপা পড়ে যাচ্ছে আমাদের পৃথক রাজ্যের দাবি। কোনও দল দিল্লির স্বার্থে রাজনীতি করছে, কেউ আবার কলকাতার কথা শুনে কথা বলছে। তাই আমি ভূমিপুত্র হিসাবে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক এখানকার জনগনের মনে কি আছে। আমি আমার রাজনৈতিক ধর্ম পালন করেছি।'
আরও পড়ুন- BJP VS TMC: কু-কথার লড়াই, এবার দিলীপকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ তৃণমূলের কীর্তি আজাদের
কিন্তু দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো মানে তো দল বিরোধী কাজ? এপ্রসঙ্গে বিষ্ণুপ্রসাদের সাফ কথা, 'দলের বেছে নেওয়া লোকসভা প্রার্থীর বিরুদ্ধে আমি ভোটে লড়ছি। কিন্তু দলের বিরুদ্ধে আমার লড়াই নয়।' তাঁর দাবি তিনি এখনও বিজেপিতেই রয়েছেন।
দলীয় বিধায়কই তাহলে এবার দার্জিলিংয়ে পদ্ম প্রার্থীর পথের কাঁটা? পাহাড়ের পদ্ম-ফুল প্রার্থী রাজু বিস্তা বলেন, 'যে কেউ ভোটে লড়তে পারে। দল বিরোধী কাজ কিনা সেটা বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনা করবেন। তবে আমিই জিতব দার্জিলিং থেকে।' পাশাপাশি নৈতিকতার কথা মনে করিয়ে দিয়েছেন রাজু। দলের বিধায়ককে তাঁর পরামর্শ, ' ভাল হত যদি বিধায়ক পদ থেকে উনি আগে পদত্যাগ করতেন। জনতার স্বার্থে লড়ার জন্য আলাদা সহানুভূতি পেতেন। আমি বিধায়কও থাকব, আবার লোকসভা নির্বাচনেও লড়ব। এর থেকে পরিষ্কার, তাঁর সাংসদ হওয়ার খুব ইচ্ছে।' অবশ্য ভোট ময়দানে লড়াইয়ের জন্য দলীয় বিধায়ককে শুভেচ্ছাও জানিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।