Advertisment

বোমার আঘাতে খুন বিজেপি কর্মী, অভিযোগের তিরে তৃণমূল

"তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরে উড়িয়ে দিয়েছে দলীয় কর্মীকে। এর আগে বাবা, কাকা ও দীপকেও ফোনে হুমকি দেওয়া হত।"

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp announces candidates in upcoming byelection at bengal

ভবানীপুর উপনির্বাচন ও বাকি দুই কেন্দ্রের সাধারণ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

ফের বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচার বিজেপি কর্মীকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায়। শনিবার রাতে বিজেপি কর্মী দীপক মণ্ডল ফুটবল খেলা দেখতে গিয়েছিল। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েকের অভিযোগ, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরে উড়িয়ে দিয়েছে দলীয় কর্মীকে। এর আগে বাবা, কাকা ও দীপকেও ফোনে হুমকি দেওয়া হত।"

Advertisment

জানা গিয়েছে, সবংয়ের নৈশ ফুটবল খেলা দেখতে ভালই ভিড় হয়েছিল। সেখানে খেলা দেখতে গিয়েছিল বছর ৩৪ বয়সের বিজেপি কর্মী দিলীপ। নবারুণ নায়েক অভিযোগ করেন, "সক্রিয় কর্মী দীপক শনিবার রাতে সবংয়ে নৈশ ফুলবল খেলা দেখতে গিয়েছিল। তাঁকে যখন তখন ফোনে হুমকি দেওয়া হত। এদিন মাঠের পাশে বাইক বাহিনী তাঁকে ঘিরে ধরে। প্রথমে গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তারপর যথেচ্ছ বোমা মারে। বোমার আঘাতেই মৃত্যু হয় ওই কর্মীর।"

দিলীপ মন্ডলের বাবা ও ভাই কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করে। দীপকের বাড়ি ময়নার বাগচার খিদিরপুর গ্রামে। রোজের কাজ করতেন তিনি। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, "ওই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। নিজের বোমার আঘাতেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Murder
Advertisment