Abhijit Gangopadhyay: এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি থেকে এল বড় খবর!

Abhijit Gangopadhyay health update: কলকাতায় থাকাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Abhijit Gangopadhyay health update: কলকাতায় থাকাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhijit Gangopadhyay health update,  BJP MP critical condition,  acute pancreatitis and GI sepsis,  ICU treatment in Kolkata  ,airlifted to AIIMS Delhi,  Abhijit Gangopadhyay ICU to general ward  ,condition remains critical but stable , multidisciplinary medical board,  treatment progress and prognosis  ,BJP leaders monitoring health,অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাস্থ্য আপডেট  ,বিজেপি সাংসদ অভিজিত আইসিইউ রিপোর্ট,  গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস অভিজিত আক্রান্ত  ,অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আইসিইউ,  অভিজিৎ দিল্লি AIIMS চিকিৎসাধীন  ,দিল্লিতে আনা BJP সাংসদ,  অবস্থার স্থিতিশীলতা vs সংকট  ,সপ্তাহান্তে অবস্থার উন্নতি,  Woodlands ICU থেকে শিফ্টিং  ,বিজেপি নেতাদের স্বাস্থ্য নজরদারি

Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay health update: গত কয়েকদিন ধরে দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এইমস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পুরোপুরি সুস্থ হননি প্রাক্তন বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পূর্ণরূপে সুস্থ হতে আরও বেশ খানিকটা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। ICU-তে ভর্তি রয়েছেন তিনি।

Advertisment

কলকাতায় সম্প্রতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের জটিল সমস্যা রয়েছে। এর আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গত কয়েকদিন ধরে সেখানেই চিকিৎসা চলছে প্রাক্তন বিচারপতির। তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধু গ্যাসট্রোইন্টেস্টাইনালের সমস্যা নয়, এছাড়াও ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই ডায়াবেটিসের সমস্যার কারণেই তাঁর সুস্থ হতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এখনও দিল্লির এইমস হাসপাতালের ICU বিভাগে ভর্তি রাখা হয়েছে বিজেপি সাংসদকে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: নতুন দল গড়ছেন? নাকি রং বদলাচ্ছেন? রাখঢাক না রেখেই সোজাসাপ্টা উত্তর দিলীপের

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর প্যানক্রিয়াসের জটিল সমস্যা রয়েছে। তবে উপযুক্ত চিকিৎসা চলছে। অক্সিজেন সাপোর্টও রয়েছে সঙ্গে। প্রাক্তন বিচারপতির পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- Kaliganj bomb attack:কালীগঞ্জে বোমার আঘাতে বালিকার মৃত্যু, এখনও পর্যন্ত পুলিশের জালে ৪

AIIMS হাসপাতালে নিয়মিত বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তাঁর। প্রতিনিয়ত তাঁর ওপর কড়া পর্যবেক্ষণ রেখেছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে AIIMS হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। লোকসভার তরফেও বিজেপি সাংসদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। 

BJP MP Delhi AIIMS Abhijit Ganguly